জেলা 

Jamaat E Islami Hind: জামাআতে ইসলামী হিন্দের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির ঠাকুরপুকুরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: জামাআতে ইসলামী হিন্দের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৩, দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্গত কলাগাছিয়া মুকামে (আলোক- সংকেত মডেল স্কুলে) স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।

উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি জনাব সানোয়ার আলি পৈলান, ব্লক সভাপতি জনাব নাসির উদ্দিন মোল্লা, মুকামিয়া আমীর জনাব মহিম সাপুই, জামাআতের বিভিন্ন হালকা থেকে আগত কর্মী এবং দায়িত্বশীল গুণগ্রাহীগন, স্থানীয় মসজিদের সেক্রেটারি জনাব সাহাবুদ্দিন পৈলান, সমাজসেবী সেখ মুন্নাফ আলি ও তপন মণ্ডল, কালিতলা (আশুতি) থানার সম্মানীয় প্রতিনিধি ,ঠাকুরপুকুর মহেশতলা  পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বিপ্লব মন্ডল মহাশয়, স্থানীয় জন প্রতিনিধি টুসি পৈলান সহ বিশিষ্ট ব্যক্তি বৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ