কলকাতা 

DA News : ডিএ আদায় করতে হলে সরকারি অফিসগুলিতে তালা লাগান আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডি এ আদায় করতে হলে সরকারি অফিসের তালা চাবি দিতে হবে একেবারেই বন্ধ করে দিতে হবে একথা আজ সোমবার বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুড়ি ও একুশে ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। মূলত

ডিএ নিয়ে এবার সরকারি অফিসে ‘তালা-চাবি’ দাওয়াই শুভেন্দু অধিকারীর। সরকারি কর্মীদের অফিসে আসা বাধ্যতামূলক করতে রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করলেও, ২ দিনের কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। শহিদ মিনারে বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান এদিন ২৪ দিনে পড়ল। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোম-মঙ্গলবার ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

Advertisement

বিধানসভা চত্বরে ডিএ ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি থেকে হুঙ্কার শুভেন্দুর। এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘ডিএ সম্পূর্ণ রাজ্য সরকারের, তার রাজস্ব আদায় থেকে দিতে হয়। অন্য রাজ্য যা করছে সেটা এই রাজ্যকেও করতে হবে। একমাত্র ওষুধ হচ্ছে অফিসগুলোতে তালা-চাবি লাগানো।

জরুরি পরিষেবা ছাড়া তালা-চাবি লাগান। যতক্ষণ না ডিএ দিচ্ছে, আটকে রাখুন, জব্দ হবে। এখন আংশিক করছেন, আগামীদিনে সম্পূর্ণ বন্ধ করে দিন, আমাদের সমর্থন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে জব্দ করতে হয় সরকারি কর্মীরা জানে। আজ আংশিক সফল হয়েছে, আগামী দিনে সম্পূর্ণ সফল হয়েছে, আমরা পাশে আছি’।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ