প্রচ্ছদ 

শিবসেনার নাম ও প্রতীকের দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন উদ্ধব ঠাকরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিবসেনার নাম ও প্রতীকের দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন উদ্ধব ঠাকরে।শিবসেনার নাম-প্রতীক ফেরত চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে গেলেন উদ্ধব ঠাকরে। তবে তার আগে বুঝিয়ে দিলেন, তাঁদের আসল যুদ্ধ কার বিরুদ্ধে। ঠাকরে পরিবারের কাছে কে ‘আসল খলনায়ক’ ! আর তা বোঝাতে গিয়ে হিন্দি সিনেমার অন্যতম সেরা ভিলেনেরই উদাহরণ টানলেন উদ্ধব। ‘মিঃ ইন্ডিয়া’ ছবির খলচরিত্র মোগ্যাম্বোর সংলাপ আওড়ে বললেন, ‘‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মোগ্যাম্বো খুশ হুয়া!’’

কে এই ‘মোগ্যাম্বো’? উদ্ধবের লক্ষ্য অমিত শাহ। বিজেপির ‘চাণক্য’ তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ রবিবারই শিবসেনার নাম-প্রতীক একনাথ শিন্ডের শিবিরের হস্তগত হওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার নাম এবং প্রতীক হাতছাড়া হয়েছে দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনার। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন যুগিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘দুধ কা দুধ, অউর পানি কা পানি হো গয়া।’’ এই হিন্দি প্রবাদের অর্থ সত্যোদ্ঘাটন হওয়া। অর্থাৎ মহারাষ্ট্রে এখন বিজেপির সঙ্গে জোট বেধে ক্ষমতাসীন শিবসেনার যে অংশ, সেই শিন্ডে-সেনাকেই শিবসেনার নাম এবং প্রতীকের প্রকৃত ধারক হিসাবে বোঝাতে চেয়েছিলেন শাহ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ