কলকাতা 

শিশু শ্রেণি থেকে কলেজ পড়ুয়া সকলের জন্য ভাষা দিবস উপলক্ষে অনুসন্ধান কলকাতা করেছে নানা প্রতিযোগিতার আয়োজন, আগামীকাল থাকবে আকর্ষণীয় ই-ম্যাগাজিন প্রকাশ সঙ্গে অনলাইনে আলোচনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাফিসা ইসমাতের প্রতিবেদন :  প্রতিবছরের মতো এ বছরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহা সমারোহে উদযাপন করতে চলেছে অনুসন্ধান কলকাতা। ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। শিশু শ্রেণি থেকে কলেজ পড়ুয়ারা অংশ নিয়েছিল ভাষা দিবসের উপর ভিন্নমুখী সেই প্রতিযোগিতাগুলিতে। প্রতিযোগিতা ছিল ভাষার ওপর আঁকা, পোস্টার বানানো ও কবিতা লেখার। ইতিমধ্যে প্রতিযোগিতার ফলাফল হাতে এসে গেছে, বলে জানালেন পোস্টার বিভাগের সম্মানিত বিচারক বিশিষ্ট শিক্ষক প্রশান্ত কুমার বসু। দেখা যাচ্ছে, এগুলোতে বিজয়ী হয়েছে বেশির ভাগ প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীরা, অবশ্য সঙ্গে আছে শহরতলীর পড়ুয়ারাও। এদিন অনুসন্ধান কলকাতার সহকারি সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল জানালেন আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনের অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ ক্রমশ বাড়ছে।

এবারের বিষয় রাখা হয়েছে চাই মাতৃভাষার সংরক্ষণ ও সম্প্রসারণ। আলোচনায় অংশ নেবেন দুই বাংলার প্রথিতযশা গুণীজনেরা। এপার বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ দিব্যগোপাল ঘটক, ড.অমরেন্দ্র মহাপাত্র এবং ওপার বাংলার বিশিষ্ট ভাষা কর্মী ও শিক্ষাবিদ অধ্যাপক ড.মোঃ আলমগীর ও বিশিষ্ট অধ্যাপক ড.হিমাদ্রী শেখর রায়।

Advertisement

ভাষা আন্দোলনের ইতিহাস সহ ভিন্ন স্বাদের লেখার সংকলন নিয়ে প্রকাশিত হচ্ছে ই-ম্যাগাজিন, জানালেন ম্যাগাজিন সম্পাদক ও বিশিষ্ট প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন। ভাষা দিবসের অনুষ্ঠানে ম্যাগাজিনের প্রচ্ছদ পত্র উন্মোচন করবেন এবং সমগ্র অনুষ্ঠানের শুভ আরম্ভ করবেন বিদগ্ধ লেখক, গবেষক ও প্রকাশনা জগতের কিংবদন্তি দেবজ্যোতি দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড শুভাশিস মুখোপাধ্যায়। আগামীকালের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন অনুসন্ধান কলকাতার কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সাংবাদিক আখের আলী সর্দার।

ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে অনলাইনের এই অনুষ্ঠানে অভিভাবকদেরও উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি ও বিশিষ্ট প্রধান শিক্ষক শেখ আলী আহসান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ