জেলা 

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে সুরক্ষিত, বারাসাতে সংখ্যালঘুদের সভায় বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, বারাসাত :  তৃণমূল কংগ্রেস সঙ্ঘবদ্ধ দল,বিরোধীদের দাঁত ফোটানোর জায়গা নেই,কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত খিলকাপুরে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সম্মেলন। সম্মেলনে উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমান খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিরোধীরা যতই কুৎসা অপপ্রচার করুক আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রতিটি ক্ষেত্রে বিরোধীশূন্য বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস।

রাজ্যের উন্নয়নের পাশাপাশি সর্ব ভারতীয় ক্ষেত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে তা আগামী দিনে নতুন ভারতের দিশা দেখাবে এই জুটি। সংসদ সদস্য তথা বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ডাঃ কাকলি ঘোষ দস্তিদার চড়া সুরে বিরোধীদের আক্রমণ করে বলেন,যতই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে মা মাটি মানুষের প্রতি সাধারন মানুষের ভালবাসা ততই উপচে পড়বে। আগামী পঞ্চায়েত নির্বাচন সহ যে কোন নির্বাচনে এই দল যে উন্নয়নের ধারা বজায় রেখেছে তাতেই বিপুল সংখ্যায় আসন পাবে।

Advertisement

মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের অপর মন্ত্রী রথীন ঘোষ। বক্তব্য রাখেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি বিধায়ক নুরুল ইসলাম, বিধায়ক নারায়ন গোস্বামী, তাপস চট্টোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেস সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিধায়ক রহিমা মন্ডল, বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়,নারায়ন সাহা,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইচাহক সর্দার,সাহনাওয়াজ, আফতাব,ডাম্পি প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ