জেলা 

খেলাধুলা চরিত্র গঠনে অন্যতম ভূমিকা পালন করে বোলপুরে, বীরভূম জেলা মাদ্রাসা ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, বোলপুর, বীরভূম : পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আদেশানুসারে ১৫ ই ফেব্রুয়ারি, বুধবার বীরভূম জেলা মাদ্রাসা অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো বোলপুর শহরের বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যাপীঠ এর মাঠে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য ও উঃ চব্বিশ পরগনা জেলা ক্রীড়া কমিটির চিফ পেট্রোন এ কে এম ফরহাদ জানায় জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির পরিচালনায় জেলার সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা এবং এমএসকে মাদ্রাসার ছাত্র ছত্রীরা অংশগ্রহণ করে৷সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন, মার্চপার্ট এর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে শিক্ষাপ্রেমী একেএম ফারহাদ বলেন পড়াশোনার পাশাপাশি ছাত্র ছত্রীদের শরীরচর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্য এই জাতীয় খেলা প্রতিনিয়ত হওয়া বাঞ্ছনীয়।

জেলা প্রশাসনের সহযোগিতা এবং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় খুব কম সময়ে ক্রীড়া সম্পন্ন হলো।জেলার প্রতিটি মাদ্রাসা থেকে ক্রীড়াবিদ এবং শিক্ষক শিক্ষিকাদের আগমনে মুখরিত হয়ে ওঠে ক্রীড়াঙ্গন। তিনি বলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রীসভার অন্যতম সদস্য ফিরহাদ হাকিম এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী সহ অন্যান্যদের নির্দেশে কে পাথেয় করে সফল ভাবে চলছে কর্ম্যযোগ্য। রাঙামাটির বীরভূম থেকে আগামী দিনগুলোতে আরও ভালো মানের খেলোয়াড় উঠে আসবে বলে তিনি জানান।

Advertisement

বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আসিত মাল ধন্যবাদ জ্ঞাপন করে জেলা কমিটির নেতৃবৃন্দকে। পাশাপাশি তিনি বলেন শিক্ষা অর্জনের সাথে সাথে খেলাধুলার মধ্যে দিয়ে প্রকৃত মানুষ হয়ে উঠবে বলে তিনি জানান। জেলা স্তরের খেলার মধ্যে দিয়ে আগামী দিনের প্রতিভা উঠে আসবে এটাই একান্ত কাম্য বলে মনে করেন বীরভূম জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির আহ্বায়ক আলিরেজা খালেকুজ্জামান,অন্যতম সংগঠক তথা মহিদাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ কামরুপজমান ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সকল সদস্যদের। ইসমাইল হক বলেন জেলার প্রতিটি মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত পারফরম্যান্স আগামী দিনগুলোতে উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবে। জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির অন্যতম সদস্য ডঃ ফজলে মাওলা খান ধন্যবাদ জানান রাজ্য সরকারকে, এবং যেভাবে একেএম ফারহাদ সাহেব এর প্রত্যক্ষ সহযোগিতায় কর্মসূচি রূপায়িত হলো তা অনন্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক রামপুরহাট আক্তার আলি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক, আধিকারিক সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌর সভার চেয়ারম্যান শ্রীমতি পর্ণা ঘোষ,ভাইস চেয়ারম্যান ওমর সেখ, পুলিশ আধিকারিক ভাস্কর মুখার্জি, জেলা বিদ্যালয় পরিদর্শক চন্দ্রশেখর জাওলিয়া, সহকারী বিদ্যালয় পরিদর্শক দেবযানী বক্সি, শিক্ষক অর্নব সরকার,উসমান আরিফ,কেতাব উদ্দিন,কওসার আলি,কাজল সেখ,প্রদীপ মন্ডল সাইফুল্লাহ,প্রমুখ


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ