কলকাতা 

শিক্ষক ও শিক্ষাকর্মী সহ সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ ঘোষণায় খুশি তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতি একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, বোলপুর, বীরভূম :  বুধবার ঘোষিত পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের পাশাপাশি সরকারি বেতনভুক্তদের যেহারে সুযোগ-সুবিধার উল্লেখ আছে তাকে রাজনৈতিক বিশ্লেষকরা সাহসী এবং দূরদর্শী বলে উল্লেখ করেছেন।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ স্বাগত জানিয়েছে রাজ্য বাজেটকে। তিনি বলেন লাঞ্ছনা-বঞ্চনা অর্থনৈতিক বৈষম্য থাকা সত্ত্বেও যেভাবে আপামর মানুষের জন্য জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমুখী বাজেট মানুষের উপহার দিয়েছে তাকে স্বাগত জানায়।

Advertisement

শিক্ষক সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষ।মাদ্রাসার শিক্ষকরা ৩ শতাংশ ডিএ চলতি বছরের মার্চ থেকে পেতে চলেছে তাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে, বুধবার বীরভূম সহ রাজ্যে সর্বত্র শিক্ষক সমাজ খুশি বর্ধিত ভাতা নিয়ে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি হিসেবে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে যেকোনো দলীয় এবং সরকারি কাজে এই সংগঠন বিগত দিনের নেয় আগামী দিনেও দলীয় নির্দেশ মতো যথাযোগ্য ভাবে লড়াইয়ের ময়দানে থাকবে বলে জানান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ