জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবি-সাংবাদিক সাদউদ্দিনকে ভাষা-শহীদ বরকত স্মৃতি পুরস্কার ও সাহিত্যিক হুমায়ুন রানাকে নুর মহম্মদ স্মৃতি পুরস্কার দেবে নাট্যসৃজন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা প্রতিনিধি: সৃজনশীল লেখালেখিতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কবি-সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিনকে ভাষা-শহীদ আবুল বরকত স্মৃতি পুরস্কার ও সাহিত্য-সৃজনশীলতায় অবদানের জন্য সাহিত্যিক সৈয়দ হুমায়ুন রানাকে নুরমহম্মদ স্মৃতি পুরস্কার দেবে নাট্য সৃজন(ধুলিয়ান)।

২১ ফেব্রুয়ারী মুর্শিদাবাদের ধুলিয়ান হায়াতনগর হাইস্কুল প্রাঙ্গণে এই পুরস্কার প্রদান করা হবে বলে নাট্যসৃজনের প্রধান কর্ণধার মহম্মদ দাউদ হোসেন জানান।তিনি বলেন ঐদিন ভাষা-শহীদ আবুল বরকত পুরস্কার দেওয়া হবে ২১জনকে।অন্যদিকে নুরমহম্মদ পুরস্কার দেওয়া হবে ৫৩ জনকে।মোট ৮৪জনকে এই পুরস্কার দেওয়া হবে।ঐদিন জেলা ব্যাপী নাট্যসৃজন ভাষা আন্দোলন ভিত্তিক ও গঠনমূলক নাটক পরিবেশন করবে।

Advertisement

ঐদিন সকালে একুশের প্রভাতফেরী হবে ।গোটা ধুলিয়ান জুড়ে এই প্রভাত ফেরি হবে।বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষাদিবসের গুরুত্ব নিয়ে আলোচনা হবে।আলোচনায় মুখ্য বক্তা কবি-সাংবাদিক -লেখক মোহাম্মদ সাদউদ্দিন ও সাহিত্যিক সৈয়দ হুমায়ুন রানা।দুজনের সৃজন-কর্ম আমাদের ভালো লেগেছে।ঐদিন ধুলিয়ান হায়াতনগর হাইস্কুল প্রাঙ্গণে চাঁদের হাট হয়ে যাবে।সাংসদ-বিধায়ক-মন্ত্রী-ডি এম -পুলিসসুপার -এসডিও-এসডিপিও-বিভিন্ন থানার ওসি , শিক্ষাব্রতী,সমাজসেবী-ব্যবসায়ী সামিল হবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ