কলকাতা 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগে আর্ট উৎসবের উদ্বোধন করলেন উপাচার্য 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ফারুক আহমেদ : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগে আর্ট উৎসবের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগে আর্ট উৎসবের শুভারম্ভ হল ট্রেডিশনাল পেন্টিং আর্ট ওয়ার্কশপ এবং দৃশ্যকলা বিভাগের সকল ছাত্র-ছাত্রী এবং প্রাক্তনীদের বার্ষিক কলা প্রদর্শনীর মাধ্যমে। এই ট্রেডিশনাল পেইন্টিং আর্ট ওয়াকসপটি ওড়িশা সৌরা প্রিন্টিং এর উপর হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর মানস কুমার সান্যাল এবং অনুষদীয় প্রধান প্রফেসর অমলেন্দু ভুঁইয়া এবং দৃশ্যকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শ্রী রিতেন্দ্র রায়। এই ট্রেডিশনাল আর্ট ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, মিনিস্ট্রি অফ কালচার, গভর্মেন্ট অফ ইন্ডিয়া এবং কল্যাণী ইউনিভার্সিটি দৃশ্যকলা বিভাগের যৌথ প্রয়াসে। এই অনুষ্ঠানটি চলবে ৩রা ফেব্রুয়ারি অবধি।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছে বিভাগীয় সমস্ত ছাত্র-ছাত্রী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। এই ওড়িশা সৌরা পেন্টিং এর ট্রেডিশনাল ওয়ার্কশপটি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এর তরফে আসা শ্রী জুনেস গুমাঙ্গ খ্যাতনামা সৌরা প্রিন্টিং আর্টিস্ট এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও এই ট্রেডিশনাল আর্টওয়ার্কশপটির সঙ্গে যে প্রদর্শনীটি ৩০ জানুয়ারি আরম্ভ হয়েছে তা ১০ ফেব্রুয়ারি অবধি চলবে। বিভাগীয় প্রধান বলেন, আমাদের এই প্রয়াসে আমরা সকলকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিতে হতে সকলের ঐকান্তিক প্রয়াস আমরা আশা করি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ