কলকাতা 

বিরোধী দলগুলোর উপর নির্যাতন বন্ধ করার পাশাপাশি বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবি জানালো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: শনিবার (২৮ জানুয়ারি ২০২৩) কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ওয়েলফেয়ার পার্টির ডাকে সর্বদলীয় বৈঠক হয়। উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন ডব্লিউপিআই-এর রাজ্য সভাপতি শ্রী মনসা সেন মহাশয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, আইইউএমএল, ডিএনপি, বিএনপি, আরপিআই, ভীম আর্মি সহ একাধিক দলের নেতৃত্ব। বৈঠকে রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এদিন আলোচনায় উঠে আসে।

১। রাজ্যে গনতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী শূন্য রাজনৈতিক ময়দান তৈরির যে মানসীকতা নিয়েছে তার বিরুদ্ধে উপস্থিত রাজনৈতিক দল গুলির মধ্যে একটি সমন্বয় কমিটি গঠন করার প্রস্তাব আসে।

Advertisement

২। বিধায়ক নওসাদ সিদ্দিকিকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

৩। বৈঠকে বিরোধী দলগুলির উপর পুলিশ এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর দ্বারা দমন পীড়নের কঠোর সমালোচনা করা হয়।

৪। বৈঠক থেকে গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে বাঁচাতে ও মানুষের অধিকার রক্ষার দাবিতে যৌথ কর্মসূচি গ্রহনের প্রস্তাব আসে।

৫। আগামী পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় এবং কিছু যৌথ কর্মসূচি গ্রহনের প্রস্তাব আসে।

৬। বৈঠকে আগামী ১০-১৫ দিনের মধ্যে সর্ব দলীয় বৈঠক করে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি গ্রহনের প্রস্তাব আসে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ