দেশ 

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে নিরাপত্তারক্ষীর হাতে গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকুমার দাসের মৃত্যু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: নিরাপত্তার রক্ষীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর রবিবার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যুবরণ করলেন ওড়িশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস (Naba Kisore Das)।

এদিন সকালে ব্রজরাজনগরে মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চলে।মন্ত্রীর বুকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রজরাজনগরেরই গান্ধী চকে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত এএসআই গোপাল দাস। গ্রেপ্তার করা হয়েছে ওই এএসআইকে।

Advertisement

এদিকে, অভিযুক্ত পুলিশ কর্মীর স্ত্রী দাবি করেছেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন পুলিশকর্মী। এএসআইয়ের স্ত্রী জয়ন্তী দাস বলেন, “আমি জানতাম না ঠিক কী ঘটেছে। বাড়িতে ছিলাম। সকালে ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলেছিল স্বামী।”

ঘটনার পর ব্রজরাজনগরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই জানান, এএসআই গোপাল দাস আচমকা সার্ভিস রিভলভার বের করে মন্ত্রী নব কিশোর দাসকে লক্ষ্য করে গুলি চালান। গুরুতর জখম মন্ত্রীকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, মন্ত্রী গাড়ি থেকে বেরোনো মাত্র তাঁর উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান পুলিশকর্মী গোপাল। এখন জানা যাচ্ছে, পর পর চার থেকে পাঁচবার গুলি চালিয়েছিলেন এএসআই। সঙ্গে সঙ্গে গাড়ির সামনে লুটিয়ে পড়েন মন্ত্রী। অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও উপস্থিত জনতা তাঁকে ধরে ফেলেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (CM Naveen Patnaik) সতীর্থ মন্ত্রীর উপর হামলার তীব্র নিন্দা করেন। তিনি ভুবনেশ্বরে হাসপাতালে গিয়ে রাজ্যের মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। এদিকে ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশকর্মীর মানসিক অসুস্থতার কারণেই হামলা নাকি অন্য রহস্য রয়েছে, খতিয়ে দেখবে তারা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ