জেলা 

ভগবানগোলায় মহিলাদের রক্তদান কর্মসূচি ও গরীবদের মধ্যে কম্বল বিতরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আজ ২৮শে জানুয়ারী শনিবার,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও মাননীয় সাংসদ অভিষেক ব্যানাজীর অনুপ্রেরণায় এবং ভগবানগোলা দুই নম্বর ব্লক মহিলা তৃনমূল কংগ্রেস ও বঙ্গজননী বাহিনীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির(৩৩ তম )ও গরীব মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়, দুই নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে। উল্লেখ থাকে আজকে শতাধিক মহিলা রক্তদাতা রক্ত দান করেন, শুধু মহিলারাই এই রক্তদান শিবিরে, রক্তদান করেন।

বক্তব্য রাখেন সাংসদ আবু তাহের খান,ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, ব্লক সভাপতি আবদুর রৌফ,কৃষি কর্মধাক্ষ শাহনাজ বেগম, বঙ্গজননী জেলা সভানেত্রী আলিয়া সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ,দুই নম্বর ব্লকের সভানেত্রী জয়ন্তী সরকার,এক নম্বর ব্লকের মহিলা সভানেত্রী বরনালী দাস,আই এন টি টি ইউ সি সভাপতি রেজাউল হক,আবু বক্কর, পন্চায়েত সমিতির সদস্যা শাহনাজ বেগম, সেলিনা বেগম, অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, মুক্তার হাসান,বিল্লাল, তৈয়েব আলী,তুরজমা বিবি,নাজিমা বেগম, লাভলি বিবি,ডাবলু,মাসাদুল খান,প্রমুখ।

Advertisement

এই অনুষ্ঠানে স্হানীয় বিধায়ক ইদ্রিস আলী বলেন, রক্ত দান করা স্বাস্হ্যের পক্ষে ভালো । রক্ত দান করলে শরীর ভালো থাকে এটা আমার কথা নয় বড়ো বড়ো অভিজ্ঞসম্পন্ন ডাক্তারদের কথা।তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অনুষ্ঠান করতে বলেন, বেশি বেশি করে। তিনি আরও বলেন,ভগবানগোলা দুই নম্বর ব্লকের মহিলা নেত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও সাংসদ অভিষেক ব্যানাজীর অনুপ্রেরণায় এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, তাদের সকলকে আমি অভিনন্দন জানাই । বিধায়ক ইদ্রিস আলী,বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, ওদের রক্ত দৃষিত ,ওরা এই ধরনের অনুষ্ঠান করে না, ভালো সমাজকল্যাণ মুলক কাজ করে না, শুধু তৃনমূল কংগ্রেসের মিথ্যা সমালোচনা করে।

সাংসদ আবু তাহের খান , রক্তদানের তাৎপর্য ব্যাখা করেন। তিনি আরও বলেন মহিলাদের নেতৃত্বে এই ধরনের রক্তদান শিবির কর্মসূচি খুব কম দেখা যায়।এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি।

ব্লক সভাপতি আবদুর রৌফ সকল মহিলা নেত্রীদের এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতা নেত্রীবৃন্দগনকে অভিনন্দন জানান।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ