জেলা 

নাম না করে অমর্ত্য সেনকে কটাক্ষ বিশ্বভারতীর উপাচার্যের, কী বললেন বিদ্যুৎ চক্রবর্তী ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রেখেছেন বলে কর্তৃপক্ষ অভিযোগ করে থাকেন । এবার এই আবহে নোবেল জয়ী অর্থনীতিবিদকে ‘রাবীন্দ্রিক’ বলে কটাক্ষ করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তিনি আবার ‘রাবীন্দ্রিক’ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন , এই শব্দটি ‘স্বার্থসিদ্ধির সোপান’

বুধবারের শান্তিনিকেতনের মন্দিরে উপাসনার প্রাসঙ্গিকতা বোঝঅতে গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন,‘‘বিশ্বভারতীর সকলেকেই আমরা রাবীন্দ্রিক বলি। আমি অন্যায় করলেও রাবীন্দ্রিক। আমি জমি কব্জা করলেও রাবীন্দ্রিক। আমি যদি বিশ্বভারতীর উপাচার্যকে গালিগালাজ করি সেটাও রাবীন্দ্রিক। আমি যদি বিশ্বভারতী কর্তৃপক্ষকে অপমান করি সেটাও রাবীন্দ্রিক। কিন্তু রাবীন্দ্রিক হওয়ার জন্য যে উপায় বা পদ্ধতি গুরুদেব তৈরি করে গিয়েছেন তা হল মন্দিরে আসা। অনুষ্ঠানে যোগদান করা।’’

Advertisement

একই সঙ্গে বিদ্যুতের সংযোজন, ‘‘বিশ্বভারতীতে অনেকেই আছেন অতিশিক্ষিত। আবার অশিক্ষিত মানুষও প্রচুর আছেন। অর্ধশিক্ষিত মানুষ তো আরও বিপজ্জনক। তাঁদের কাছে কখনওই কিন্তু আপনি রাবীন্দ্রিক কথার আসল অর্থ পাবেন না। তাঁদের কাছে রাবীন্দ্রিক মানে স্বার্থসিদ্ধির সোপান।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ