কলকাতা 

Nawshad Siddiqui : পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে পতাকা ছাড়াই নাগরিকদের মহামিছিলের ডাকে উত্তাল কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজনীতির রং ছাড়াই আজ বুধবার রাস্তায় নামছে আইএসএফ । পীরজাদা নওশাদ সিদ্দিকীসহ ১৯ জনের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে আজ বুধবার দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু হবে এবং তা শেষ হবে ধর্মতলায় । এই মিছিলের বৈশিষ্ট্য হচ্ছে কোনো রাজনৈতিক পতাকা এই মিছিলে থাকবে না । মনে করা হচ্ছে, ফুরফুরা শরীফের পীরজাদার মুক্তির দাবিতে এই মিছিলে রের্কড মানুষের ভিড় হতে পারে । ফলে যানজটের সম্ভাবনা রয়েছে ।

আইএসএফের মিছিলের কারণে বুধবার দুপুরে উত্তর কলকাতার বড় অংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। আবার দক্ষিণ কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও অসুবিধাই হতে পারে। রবীন্দ্র সদন-পাইকপাড়া, সন্তোষপুর-বৈশালী, ঘটকপুকুর-বাবুঘাট, সল্টলেক-বাবুঘাট, তপসিয়া-বাবুঘাট, বাগবাজার-খিদিরপুর, হাই কোর্ট-পিকনিক গার্ডেন ইত্যাদি রুটে প্রচুর বাস এবং মিনিবাস চলে। এই বাসগুলির যাতায়াত এসএন ব্যানার্জি রোড ধরে। তাই, বুধবার দুপুরের পর মানুষজন যাতায়াতে অসুবিধায় পড়বেন। কিছু ক্ষেত্রে কয়েকটি বাস লেনিন সরণির দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু তাতেও অত্যধিক চাপ সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বুধবার কিছু ক্ষণের জন্য স্তব্ধও হয়ে যেতে পারে রাজপথ।

Advertisement
ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর ২টো নাগাদ শিয়ালদহ, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জওহর লাল নেহরু রোডে এই মিছিলের প্রভাব পড়তে পারে। এই জমায়েতে আড়াই হাজার মতো লোক হতে পারে বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ থেকে রানি রাসমনি অ্যাভিনিউয়ের এই মিছিলে যেমন লোক হবে, তার ভিত্তিতেই রাস্তা ঘোরানো হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ