কলকাতা 

রাজ্য সরকারের ঘোষণা সত্ত্বে চা শ্রমিকদের বেতন বাড়েনি , ক্ষোভ শ্রমিক সংগঠনের , ১৫ নভেম্বর থেকে বাড়বে আশ্বাস রাজ্যের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার ঘোষনা করলেও উত্তরবঙ্গের কয়েক হাজার ছোট চা বাগানের শ্রমিকদের এখনও বর্ধিত হারে মজুরি চালু করা যায়নি বলে অভিযোগ উঠেছে। তরাই, ডুয়ার্স, আলিপুরদুয়ার সহ দার্জিলিং এর সমতলে কোথাও এই নির্দেশিকা কার্যকরী না হওয়ায় বাগিচা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
উল্লেখ্য এক ত্রিপাক্ষিক বৈঠকের পর রাজ্য সরকারের তরফে গত ৩১ আগষ্ট বাগিচা শ্রমিকদের সেপ্টেম্বর মাস থেকে দৈনিক দশ টাকা ও অক্টোবর মাস থেকে সাত টাকা হারে অতিরিক্ত মজুরি দেওয়ার কথা ঘোষনা করা হয়েছিল। কিন্তু তা কার্যকরী না হওয়ায় ছোট বাগানের শ্রমিকরা এখনও পুরনো দেড়শো টাকা হারেই মজুরি পাচ্ছেন। চলতি উত্তরবঙ্গ সফরের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানানোর জন্যে চা শ্রমিক সংগঠনগুলি চেষ্টা করছে বলে জানা গিয়েছে।
এদিকে নথিভুক্ত থাকা উত্তরবঙ্গের ২৮২টি বড় বাগানের মধ্যে বিরাশিটি বাগানেও এখনও পর্যন্ত বর্ধিত হারে মজুরি চালু করা যায়নি বলে মালিক সংগঠনের তরফে জানান হয়েছে। শ্রমমন্ত্রী মলয় ঘটকের পৌরহিত্যে কলকাতার নব মহাকরনে এক বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। আগামী পনেরোই নভেম্বরের মধ্যে এই বাগানগুলিতে বর্ধিত হারে মজুরি চালু করা হবে বলে তাদের তরফে জানান হয়েছে। ঐ দিনই মহাকরনের রোটান্ডায় এই নিয়ে আরও একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 5 =