কলকাতা 

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পদ্যোগীদের জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করছে রাজ্য সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পদ্যোগীদের উৎপাদিত পন্য বিদেশের বাজারে বিপণনের সুযোগ বাড়াতে রাজ্য সরকার তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে।‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফরেন ট্রেড’-এর সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও  কুটির শিল্প দপ্তর  এই প্রশিক্ষণের ব্যবস্থা  করবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

প্রতি জেলা থেকে বাছাই করা শিল্পোদ্যোগীদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।সম্প্রতি রাজ্যের ক্ষুদ্র  ও কুটির শিল্প দপ্তরের কর্তারা আইআইএফটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই প্রশিক্ষণ কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরি করেছেন।

Advertisement

কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রকের প্রতিনিধিরাও ঐ বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত আন্তর্জাতিক মাপকাঠির ভিত্তিতে বিদেশে রপ্তানী যোগ্য পন্য উৎপাদনের বিষয়ে ছোট শিল্পদ্যোগীদের প্রস্তুত করাই এই কর্মসুচির উদ্দ্যেশ্য বলে জানা গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − twelve =