দেশ 

NDTV: এনডিটিভির রাশ এখন থেকে আদানির সংস্থার হাতে, পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দিলেন প্রণয় ও রাধিকা রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: জনপ্রিয় সংবাদমাধ‌্যম এনডিটিভির  (NDTV) পরিচালন সমিতি নিজের হাতে নিয়ে নিলেন  গৌতম আদানি (Gautam Adani)। সূত্রের খবর সংস্থার পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা এই জনপ্রিয় চ্যানেলের প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়। বম্বে স্টক এক্সচেঞ্জকে বোর্ডের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। এর ফলে ওই সংবাদমাধ্যমের পরিচালনার ভার আদানি গোষ্ঠীর হাতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল।

সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগলিয়া এবং সন্থিল সিন্নাইয়া চেঙ্গালভারায়ণকে আরআরপিআই হোল্ডিং প্রাইভেট লিমিটেড তথা পর্ষদের পরিচালন বোর্ডে ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের প্রতিনিধিরাও বোর্ডে ঢুকে পড়লেন।

Advertisement

গত আগস্টেই জানা গিয়েছিল, এনডিটিভি গোষ্ঠীর ২৯.১৮ শতাংশ শেয়ার আদানিদের হাতে চলে গিয়েছে। সোশ‌্যাল মিডিয়ায় বিষয়টি ট্রেন্ডিং হতে থাকে। পরে এনডিটিভির তরফে জানানো হয়, যে পদ্ধতিতে তাদের সংস্থার শেয়ার করায়ত্ত্ব করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তা আইনসম্মত নয়। এনডিটিভি-র মূল প্রোমোটার সংস্থা আরআরপিআর-এর হেফাজতে থাকা একটা বড় অংশের শেয়ারের মালিকানা আদানির সংস্থার হাতে গেলেও এনডিটিভি-র ৬১.৪৫ শতাংশ শেয়ার এবং মূল মালিকানা সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের হাতেই রয়েছে।

কিন্তু এবার আরআরপিআর হোল্ডিংয়ের তরফে স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে, ২৯.১৮ শতাংশ শেয়ার আদানি গোষ্ঠীর কাছে চলে গিয়েছে। কেননা সেবির নিষেধাজ্ঞার যে দাবি আরআরপিআরের তরফে দেখানো হচ্ছিল তা শেষ পর্যন্ত খারিজ হয়ে গিয়েছে। এরই পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাব ৫ ডিসেম্বর পর্যন্ত। ওই শেয়ার কিনতে শেয়ার পিছু ২৯৪ টাকা দিচ্ছে আদানি গোষ্ঠী। সব মিলিয়ে ১.৬ কোটি শেয়ার কিনবে তারা। আর তাহলেই এনডিটিভি গোষ্ঠীর সিংহভাগ নিয়ন্ত্রণই চলে যাবে গৌতম আদানির হাতে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ