কলকাতা 

Madhyamik Examination 2023: মাধ্যমিক প্রস্তুতি ● জীবন বিজ্ঞান / প্রস্তুত করেছেন ড. সন্দীপ রায় 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মাধ্যমিক প্রস্তুতি ● জীবন বিজ্ঞান

প্রস্তুত করেছেন ড. সন্দীপ রায়

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

বিভাগ  ‘ক’ (বহু বিকল্পীয় প্রশ্ন)

Advertisement

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন ক’রে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ ক’রে লেখো।

(প্রতিটি প্রশ্নের মান ১) : মোট মান -১X১৫=১৫

১.১ নীচের কোন্‌ উদ্ভিদ চলনটি চরিত্রগতভাবে ভিন্ন তা নির্বাচন করো –

(ক) উদ্ভিদের বিটপ অংশ আলোক উৎসের দিকে বৃদ্ধি পায়

(খ) উদ্ভিদের মূল জলের উৎসের দিকে অগ্রসর হয়

(গ) ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি শৈবালের আলোর প্রভাবে দ্রুত স্থানান্তর ঘটে

(ঘ) উদ্ভিদের মূল অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয়

১.২ কোন্‌ বিজ্ঞানীদ্বয় সর্বপ্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন

(ক) পাস্তুর ও জেনার (খ) কখ্‌ ও ফ্লেমিং (গ) মেন্ডেল ও ডারউইন (ঘ) বেলিস ও স্টারলিং

১.৩ নীচের কোন্‌ জোড়টি সঠিক তা নির্বাচন করো –

(ক) STH – স্টেরয়েডধর্মী (খ) TSH – আয়োডিনধর্মী

(গ) FSH – স্টেরয়েডধর্মী (ঘ) প্রোজেস্টেরন – স্টেরয়েডধর্মী

১.৪ অন্তঃক্ষরা গ্রন্থি সংক্রান্ত নীচের কোন্‌ বক্তব্যটি সঠিক নয় তা চিহ্নিত করো –

(ক) গ্রন্থি নালীবিহীন

(খ) ক্ষরিত পদার্থ সর্বদাই প্রোটিনধর্মী

(গ) ক্ষরিত পদার্থ দেহতরলের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট অংগ বা গ্রন্থিতে পৌঁছায়

(ঘ) ক্ষরিত পদার্থ প্রোটিন, স্টেরয়েড, ক্যাটেকল অ্যামাইন বা আয়োডিনধর্মী

১.৫ নীচের কোনটি অগ্রমস্তিষ্কের অংশ নয় তা চিহ্নিত করো –

(ক) থ্যালামাস (খ) সেরিব্রাম (গ) হাইপোথ্যালামাস (ঘ) মেডালা অবলংগাটা

১.৬ অ্যামাইটোসিস কোশবিভাজন সম্পর্কিত নীচের যে বক্তব্যটি সঠিক তা চিহ্নিত করো –

(ক) উন্নত প্রাণীদের সকল দেহকোশে ঘটে

(খ) ভ্রূণের পরিস্ফূরণের সময় ঘটে

(গ) আমিবা ও ইস্টে পরিলক্ষিত হয়

(ঘ) উদ্ভিদের ভ্রূণমুকুল, ভ্রূণমূল/ কাণ্ড, মূল ও পাতার বর্ধনশীল অঞ্চলের ভাজক কলায় সংঘটিত হয়

১.৭ ‘V’, ‘L’, ‘J’ ও ‘I’ আকৃতির ক্রোমোজোম ক্যারিওকাইনেসিসের কোন্‌ দশায় গঠিত হয় তা স্থির করো –

(ক) মেটাফেজ (খ) অ্যানাফেজ (গ) টেলোফেজ (ঘ) প্রোফেজ

১.৮ নীচের কোনটি মিয়োসিসের তাৎপর্য নয় তা চিহ্নিত করো –

(ক) ক্ষয়পূরণ ও পুনরুৎপাদন

(খ) প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা

(গ) গ্যামেট উৎপাদন

(ঘ) প্রকরণের উৎপত্তি ও বিবর্তন ঘটানো

১.৯ নীচের কোনটির ক্রোমোজোম সংখ্যা 3n তা স্থির করো –

(ক) পুংজনন নিউক্লিয়াস (খ) সহকারী কোশের নিউক্লিয়াস

(গ) সস্য নিউক্লিয়াস (ঘ) নির্ণীত নিউক্লিয়াস

১.১০ ত্বক শুষ্ক ও কুঞ্চিত হওয়া, রক্তের অক্সিজেন পরিবহন কমে আসা, দৃষ্টি ও শ্রবণশক্তি কমে আসা, দাঁত ওঠা, চাহিদা ও চ্যালেঞ্জের মোকাবিলা করা, প্রজনন ক্ষমতার বিকাশ, মাথার আকার বৃদ্ধি – এর মধ্যে বার্ধক্য দশার বৈশিষ্ট্য কয়টি তা নির্ধারণ করো –

(ক) ৫ টি (খ) ৩ টি (গ) ৬ টি (ঘ) ৪ টি

১.১১ নীচের কোনটির কারণে দুটি জীব আলাদা হয় তা নির্ণয় করো –

(ক) বৃদ্ধি (খ) বিকাশ (গ) নিয়ন্ত্রণ (ঘ) প্রকরণ

১.১২ নীচের কোনটি মটরগাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো –

(ক) বীজের আকার – কুঞ্চিত (খ) বীজপত্রের বর্ণ – হলুদ

(গ) ফলের আকার – স্ফীত (ঘ) কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা

১.১৩ নীচের কোন্‌ রোগটি জিনবাহিত নয় তা শনাক্ত করো –

(ক) হিমোফিলিয়া (খ) থ্যালাসেমিয়া (গ) যক্ষা (ঘ) বর্ণান্ধতা

১.১৪ নীচের যে রোগটির সম্ভাবনা পুরুষদের মধ্যে বেশি তা শনাক্ত করো –

(ক) ক্যানসার (খ) যক্ষা (গ) থ্যালাসেমিয়া (ঘ) লাল-সবুজ বর্ণান্ধতা

১.১৫ AaBbCc জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে তা স্থির করো –

(ক) 4 ধরনের (খ) 8 ধরনের (গ) 2 ধরনের (ঘ) 1 ধরনের

বিভাগ  ‘খ’

(অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)

২. নীচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে।

(প্রতিটি প্রশ্নের মান ১) : মোট মান – ১X২১=২১

নীচের বাক্যগুলির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) : ১X৫=৫

২.১ স্পর্শ বা আঘাতের প্রভাবে __________ চলন ঘটে।

২.২ লেন্সযুক্ত চশমা পড়লে মায়োপিয়ার সমস্যা এড়ানো যায়।

২.৩ ক্রোমোজোমের বিশেষ মেরুযুক্ত প্রান্তকে বলে।

২.৪ নিষেকের পর ডিম্বাশয়টি ________ এবং ডিম্বাশয়ের ভিতরে থাকা ডিম্বকটি _______ এ রূপান্তরিত হয়।

২.৫ জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে _______________ বলা হয়।

২.৬ মেণ্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত _____________ অনুপাত হলো 9:3:3:1 ।

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) : ১X৫=৫

২.৭ ইনসুলিন ও গ্লুকাগন রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

২.৮ কোশচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়।

২.৯ Bbrr এবং BBrr জিনোটাইপের ফিনোটাইপ অভিন্ন।

২.১০ মটর ফুলের অবস্থান কাক্ষিক ও বীজপত্রের বর্ণ হলুদ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।

২.১১ মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত।

২.১২ বৃদ্ধির বয়ঃসন্ধি দশায় অষ্টিওআর্থারাইটিস ও অষ্টিওপোরোসিস রোগ দেখা যায়।

‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সাথে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান ক’রে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা উল্লেখ ক’রে জোড়াটি পুনরায় লেখো। (যে কোনো পাঁচটি) : ১X৫ = ৫

‘A’ স্তম্ভ ‘B’ স্তম্ভ

২.১৩ অক্সিন হরমোনের কাজ (১) নিউরোনের হ্রস্ব ও দীর্ঘ প্রবর্ধক

২.১৪ ডেনড্রন ও অ্যাক্সন (২) বৃতির কাজ

২.১৫ স্নায়ুকোশ (৩) একমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়।

২.১৬ ফুলের অন্যান্য স্তবকদের রক্ষা করা (৪) মহিলা (44AA+XX)

২.১৭ হোমোগ্যামেটিক সেক্স (৫) মটরগাছের কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা

২.১৮ প্রচ্ছন্ন গুণ (৬) মাইটোসিস কোশবিভাজন হয় না

(৭) উদ্ভিদের বৃদ্ধি ও ট্রপিক চলন নিয়ন্ত্রণ

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) : ১X৬ = ৬

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো।

অক্সিন, সাইটোকাইনিন, অক্সিটোসিন, জিব্বেরেলিন

২.২০ অলফ্যাক্টরি, অপটিক ও অডিটরি স্নায়ুর মধ্যে সাদৃশ্য কী?

২.২১ নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

DNA : দ্বিতন্ত্রী :: ________ : একতন্ত্রী।

২.২২ কোন্‌ কোশ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না?

২.২৩ দুটি লোকাসে হোমোজাইগাস এরকম একটি জিনোটাইপের সংকেত লেখো।

২.২৪ X ক্রোমোজোমবাহিত একটি জিনগত রোগের উদাহরণ দাও।

২.২৫ ভুট্টার সস্য, ডাবের জল, কাইনিন, নারকেলের দুধ।

২.২৬ গ্যামেটের উৎপাদন ছাড়া যে জনন ঘটে তার নাম লেখো।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ