প্রচ্ছদ 

‘‘ওঁদের জন্য আমি খুবই দুঃখিত। এটা নিয়ে আমরা অনেক বছর ধরে অনেক ভেবেছি। আমরা সত্যিই অনুতপ্ত” রাজীব গান্ধী খুনে সাজাপ্রাপ্ত নলিনী জেল থেকে ৩১ বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পাওয়ার পর প্রতিক্রিয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

৩১ বছর কারাবাসের পর জেল থেকে বেরিয়ে দুঃখপ্রকাশ করলেন রাজীব গান্ধী হত্যা মামলায় অপরাধী নলিনী শ্রীহরণ। তিনি জানিয়েছেন, ঘটনার দিন বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের জন্য তিনি দুঃখিত। যা হয়েছে, তার জন্য অনুতপ্ত নলিনী।

সংবাদমাধ্যমে নলিনী বলেন, ‘‘ওঁদের জন্য আমি খুবই দুঃখিত। এটা নিয়ে আমরা অনেক বছর ধরে অনেক ভেবেছি। আমরা সত্যিই অনুতপ্ত। ওঁরা ওঁদের কাছের মানুষকে হারিয়েছেন। আশা করি এই যন্ত্রণা থেকে কখনও ওঁরা মুক্তি পাবেন।’’

Advertisement

জেল থেকে ছাড়া পাওয়ার পর এ দেশে আর থাকবেন না, জানিয়ে দিয়েছেন নলিনী। তিনি জানিয়েছেন, এ বার ব্রিটেনে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করবেন। সেখানেই থাকবেন। নলিনীর সঙ্গে যাবেন তাঁর স্বামী তথা রাজীব গান্ধী হত্যা মামলায় আর এক অপরাধী মুরুগানও।

প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চান না নলিনী। সাংবাদিকদের প্রশ্নের মুখে তাঁর প্রতিক্রিয়া, ‘‘না, একদম দেখা করতে চাই না।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ