প্রচ্ছদ 

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে স্বস্তিতে বাইডেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রাট শেষ পর্যন্ত উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে সক্ষম হলো । আর এতেই স্বস্তির নিশ্বাস ফেলেছে বর্তমান প্রেসিডেন্ট । কারণ সেদেশের সংবিধান মতো প্রেসিডেন্ট কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সংসদের দুই কক্ষের অনুমোদন নেওয়া জরুরি । মধ্যবর্তী নির্বাচনে সমীক্ষকরা যে আভাষ দিয়েছিল তার চেয়ে অনেক ভাল করেছে ক্ষমতাসীন ডেমোক্রাটরা ।

স্বাভাবিক ভাবেই খুশি বাইডেন। রবিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে এক বৈঠকে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার খুব ভালো লাগছে। আগামী দুই বছরের দিকে তাকিয়ে থাকব।” তবে মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা (Republican)। তবে সেখানেও ব্যবধান সামান্যই। নির্বাচনের আগে যা পূর্বাভাস করছিলেন বিশেষজ্ঞরা তার ধারেকাছেও পৌঁছতে পারেননি ট্রাম্পরা। ফলে সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের শেষে বাইডেনের মুখের হাসিই চওড়া হল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ