প্রচ্ছদ 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মিছিলেই গুলিবিদ্ধ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রখ্যাত ক্রিকেটার ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন যদিও তিনি প্রাণে রক্ষা পেয়েছেন তবে তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। জানা গেছে ইমরান খান পাকিস্তানের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার দাবিতে আগামী শুক্রবার থেকে লাহোর থেকে ইসলামাবাদ প্রায় ৪০০ কিলোমিটার লং মার্চ বা মহা মিছিলের ডাক দিয়েছিলেন। এই উপলক্ষেই আজ তিনি দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলেন গুরুজানওয়ালায়। সেখানেই এক ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে সূত্রের খবর। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে।

এর আগেও পাকিস্তানে একাধিক নেতা-নেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। সে দেশের প্রথম প্রধানমন্ত্রী লিকাকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। ২০০৭-এর ২৭ জানুয়ারি ১৫ বছর বয়সী এক আত্নঘাতী বোমারুর হামলায় নিহত হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। আত্নঘাতী হামলা চালানো কিশোরের নাম বিলাল। রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভা শেষ করে বেনজির যখন তাঁর গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন সেই সময় বিলাল তাঁকে গুলি করে এবং পরে আত্নঘাতী হামলা চালায়। পাক তালিবান (টিটিপি) ওই হামলার নির্দেশ দিয়েছিল বলে জানা যায়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ