কলকাতা 

উচ্চ-মাধ্যমিক স্কেলে বেতন কাঠামো চালু করার দাবিতে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক শহীদ মিনারে ধর্নায় বসলেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষকদের উচ্চ-মাধ্যমিক স্কেলে সংশোধিত বেতন কাঠামো (পিআরটি স্কেল) চালুর দাবিতে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক সোমবার সকাল থেকে শহীদ মিনার পাদদেশে অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসেছেন।  সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দুদিনের জন্য এই কর্মসূচী নেওয়া হয়েছে৷ তবে দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য এই ধর্ণা চলবে ৷

অনেকদিন ধরেই পিআরটি স্কেলের দাবিতে আন্দোলন করছে অরাজনৈতিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন৷ চলতি বছরের অগাষ্ট মাসে দফায় দফায় সুবোধ মল্লিক স্কোয়ার ও রাণি রাসমনি রোড মহামিছিল করেন ওই সংগঠনের প্রায় ৪৫ হাজার শিক্ষক ৷

Advertisement

ওই সময় তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছিল বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে ৷ জানা গিয়েছে আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের সমস্যা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷

প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনটির দাবি, ২০১২ সালের ২৩ মার্চ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন একটি বিজ্ঞপ্তি জারি করে৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক শিক্ষক হতে গেলে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং দু’বছরের প্রশিক্ষণ থাকতে হবে৷ এই শর্তাবলীর ভিত্তিতে অনেক প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয় এই রাজ্যে৷ আর যাঁদের এই যোগ্যতা ছিল না তাঁরা এনসিটিই-র নিয়ম অনুযায়ী যোগ্যতা অর্জন করেন৷

অভিযোগ, এনসিটিই নিয়ম মেনে যোগ্যতা অর্জন করলেও পশ্চিমবঙ্গে শিক্ষকদের বেতন কাঠামো মাধ্যমিক বা অষ্টম শ্রেণি পাশ যোগ্যতারই রয়েছে৷ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষকদের দাবি, যেখানে যোগ্যতা বাড়ানো হল, সেখানে যোগ্যতার অনুপাতে বেতনও বাড়ানো হল না৷ তাই বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন তারা৷

দেশের প্রতিটি রাজ্যেই এনসিটিই-র নিয়ম মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়৷ বেশিরভাগ রাজ্যেই তাঁদের বেতন দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পিআরটি স্কেল অনুযায়ী৷ কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ কমিশনের বেতন কাঠামো অনুযায়ী পিআরটি স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা৷ এক্ষেত্রে ব্যতিক্রম হল শুধুমাত্র পশ্চিমবঙ্গ৷

কারণ, এরাজ্যে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের বেতন দেওয়া হয় মাধ্যমিক যোগ্যতার ভিত্তিতে৷ বাংলায় প্রাথমিক শিক্ষকদের বেতন ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা৷ গত বছর নভেম্বর মাসের সপ্তম পে কমিশন অনুযায়ী বেতনের পার্থক্য আরও বেশি৷ তাই অবিলম্বে সংশোধিত বেতন কাঠামো চালুর দাবিতে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন তাঁদের আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে৷

আজকের সভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান , বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী , সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি , প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 10 =