জেলা 

মতুয়া ভোটে ভাগ বসাতে পারে বিজেপি ,আশংকায় ৩ নভেম্বর মতুয়া সম্মেলনের আয়োজন করছে তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ভোট বড় বালাই সেই ভোটের লোভেই এবার মতুয়াদের নিয়ে দুই রাজনৈতিক দল দড়ি টানাটানি শুরু করেছে । গত শনিবার মতুয়াদের নিয়ে নদীয়ার মাজদিয়ায় বিজেপি নেতা মুকুল রায় ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সভা করার পর মতুয়া সম্প্রদায়কে কাছে টানতে মরিয়া উঠেছে তৃণমূল ।

মতুয়া সম্প্রদায়কে কাছে টানতে এবার  তৃণমূল কংগ্রেসই মতুয়া সম্মেলন করতে চলেছে । আগামী ৩ নভেম্বর নদিয়ায় মতুয়া সম্মেলনের হবে বলে ঠিক হয়েছে । রবিবার তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নিজ বাসভবনে এনিয়ে একটি বৈঠক করেন৷ তার পরেই এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ তবে উল্লেখ্যযোগ্য বিষয় হল , পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নদীয়া জেলা তৃণমূল নেতৃত্ব এবং মতুয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন উপস্থিত থাকলেও তৃণমূল সাংসদ ও ঠাকুরবাড়ির বড় বৌমা মমতাবালা ঠাকুর উপস্থিত ছিলেন । তৃণমূলের বৈঠকে খোদ সাংসদ এবং ঠাকুর পরিবারের সদস্য উপস্থিত না থাকা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে । যদিও সাংসদের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ওই ব্যস্ত থাকার কারণে এই আলোচনায় যোগ দিতে পারেননি।

Advertisement

অন্যদিকে, শনিবার নদিয়ার মাজদিয়ায় একটি সভা করেন বিজেপি নেতা মুকুল রায় ও কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। জানা গিয়েছে, সেই সভায় মতুয়া সম্প্রদায়ের ব্যাপক জমায়েত হয়েছে। মনে করা হচ্ছে, সেই কারণেই তড়িঘড়ি বৈঠক ডাকেন পার্থবাবু৷ দলের মহাসচিব তথা মন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ও তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, যুব তৃণমূলের জেলা সভাপতি সত্যজিৎ বিশ্বাস, রানাঘাটের সাংসদ তাপস মণ্ডল এবং মতুয়া মহাসঙ্ঘের তিন নেতা৷বৈঠকের পরই সিদ্ধান্ত হয় ৩ নভেম্বর ওই একই স্থানে পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস৷ প্রশ্ন উঠছে তবে কি বিজেপির শক্তিতে চিন্তায় পড়ছে তৃণমূল?

তবে ঠাকুরনগরের বড়মা বীণাপাণিদেবীর অত্যন্ত স্নেহধন্যা রাজ্যের মুখ্যমন্ত্রী নভেম্বরের মাঝামাঝি বীণাপাণিদেবীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বলেও জানা গিয়েছে৷ তাই মতুয়াদের নিজেদের দলে টানতে বিজেপি মরিয়া চেষ্টা চালালেও কার্যসিদ্ধি তেমন হবে না বলেই মত রাজনৈতিক মহলের৷

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × four =