জেলা 

ডেঙ্গু প্রতিরোধে,দেগঙ্গা প্রশাসনকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিলেন জেলাশাসক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : ডেঙ্গু মোকাবিলায় দেগঙ্গা প্রশাসনকে প্রশংসা করার পাশাপাশি আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শ্রী শরৎ কুমার দ্বিবেদী। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সভাকক কে অনুষ্ঠিত সমগ্র দেগঙ্গার জনপ্রতিনিধির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে জেলাশাসক সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।

একই সঙ্গে যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ লক্ষণীয় সেই সমস্ত জায়গা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ তিনি দেন। উক্ত আলোচনা সভায় জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ জানায় বিগত দিনে যেকোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা রোগের প্রাদুর্ভাবে ঐক্যবদ্ধ ভাবে দেগঙ্গাবাসী ঝাঁপিয়ে পড়ে।

Advertisement

ঠিক তেমনি এবার দেগঙ্গা ব্লক প্রশাসন, থানা, পঞ্চায়েত সমিতি ও সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি জনপ্রতিনিধিরাও কাজ খুব ভালো করছে।উক্ত আলোচনা সভায় ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রীতি গোয়েল,মহাকুমা শাসক সোমা সাউ, বিধায়ক নূরুল ইসলাম,এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, আইসি শ্যাম প্রসাদ সাহা, স্বাস্থ্য আধিকারিক কীরিটী সাহা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনিসুর রহমান সহ অন্যান্যরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ