কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রাক্ শারোদৎসবে অনুষ্ঠিত হলো বাংলার জনরবের ব্যতিক্রমী শরৎ সন্ধ্যা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব: আসন্ন শারদৎসবের ওম সর্বাঙ্গে মেখে নিতে আপামর বাঙালি যখন মুখিয়ে তখন জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজন করল দুই বাংলার শিল্পী সাহিত্যিকদের আন্তর্জাতিক সাংস্কৃতিক সন্ধ্যা। যার মূল থিম ছিল ‘ শরৎ এলো ঘরে’ এই বিষয়কে সামনে রেখে কথায় গানে এক প্রস্থ প্রাণের আলোচনা। গত ২৫ সেপ্টেম্বর ২২ আয়োজিত ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বাংলাদেশ থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী সমীর কান্তি দেবনাথ, বিশিষ্ট কবি ও গল্পকার কাজী দিলরুবা রহমান এবং কলকাতা থেকে বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী ড. ঋতা ভট্টাচার্য ও বিশিষ্ট কবি সুচরিতা হার চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে শিল্পী সমীর কান্তি দেবনাথ শরৎ সম্পর্কে তাঁর স্বরচিত গান ‘ও মাগো কিবা তোর খেলা শরতে’ পরিবেশন করে অনুষ্ঠানে সুর বেঁধে দেন।‌এরপর ‘শরৎ এলো ঘরে’ এই বিষয়ে একটি জ্ঞানগর্ভ প্রাসঙ্গিক আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ড. ঋতা ভট্টাচার্য । যার মূল লক্ষ্য শরৎ তথা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য এবং উৎসব ঘিরে জাতিধর্ম ভাষা নির্বিশেষে অনাবিল আনন্দ ও সাম্যতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ । কাজী দিলরুবা রহমান ড. ঋতা ভট্টাচার্যর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে সামঞ্জস্যপূর্ণ দুটি স্বরচিত কবিতা পরিবেশন করেন। কবি সুচরিতা হার চক্রবর্তী বাঙালির মহানন্দের উৎসব দুর্গোৎসবে সমাজের দুঃস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারাও যাতে এই আনন্দের সমভাগী পারে তার জন্য তুলনামূলক সঙ্গতি সম্পন্নদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন। বক্তব্যের পাশাপাশি তিনি স্বরচিত প্রাসঙ্গিক কবিতাও শোনান।

Advertisement

বিশিষ্ট কবি ও গল্পকার কাজী দিলরুবা রহমান বাংলাদেশের স্রষ্টা ও বাঙালি জাতিসত্তার অন্যতম প্রথম সারির নেতা বঙ্গবন্ধু মুজিবর রহমানের উদ্দেশ্যে যে স্বরচিত কবিতা তিনি পাঠ করেন তা শ্রোতা দর্শকদের আকৃষ্ট করে। শরৎ নিয়ে তার কবিতাও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এক কথায় বাংলার জনরব আয়োজিত শরৎ এলো ঘরে অনুষ্ঠানটি যথাযথ ও মর্যাদাপূর্ণ হয়েছে বলে শ্রোতা দর্শকদের অভিমত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমীর কান্তি দেবনাথের দরদি কন্ঠে পরিবেশিত জগন্ময় মিত্রের কালজয়ী গান ‘এমন শারদ রাতে সাতটি বছর পরে’ অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।

এদিনের প্রাঞ্জল অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলাম ও সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নান।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ