জেলা 

দশভূজার আরাধনায় এবার শান্তিনিকেতনে লোক বিকাশ সংসদ ও রুপশালী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সুপ্রিয়া বর্ধন : বোলপুর শান্তিনিকেতন এর প্রকৃতি ভবনে কলকাতার লোক বিকাশ সংসদ, রবির আলোয় রূপশালী এবং শান্তিনিকেতন-এর প্রকৃতি ভবনের মাটির কন্যা, জায়া জননী, পুত্র-কন্যারা আয়োজন করেছিলেন “দশভুজার আরাধনা “। ঘড়ির কাঁটায় ঠিক নটার সময় চন্ডীপাঠ, গান, কবিতায় সকলকে নতুন বস্ত্র দিয়ে সজ্জিত করা হয় পরিপূর্ণ প্রকৃতি ভবন এর ৩ ও ৪ নম্বর গ্যালারি তে।অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট কবি, বাচিক শিল্পী, সঞ্চালক রীনা গিরি সহ কিছু আপনজন।

অনুষ্ঠানটিকে প্রানবন্ত করেছিলেন যে সব গুণী শিল্পীরা তাঁদের মধ্যে সত্যকাম বাগচী প্রথমেই স্তোত্র পাঠ, দেবী দুর্গার স্তব ও মহিষাসুরমর্দিনী র অংশ বিশেষ দর্শক সম্মুখে উপস্থাপনা করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন খ্যাতিময়ী রবীন্দ্র সঙ্গীত শিল্পী জয়ন্তী সোরেন। এছাড়া সোনালী গাঙ্গুলি, মল্লিকা রায়, শ্রাবন্তী ঘোষ, নীতিকা দাস, সুস্মিতা দাস, মঞ্জিমা, চন্দ্রানী ভট্টাচাৰ্য, সৌম ভট্টাচাৰ্য, রঞ্জন কর্মকার, সঞ্চিতা সাহা, মৃদুলা সিংহ, মধুমিতা গিরি, সায়ন গিরি, অনিস শ্যাম, অবন্তিকা শ্যাম, মিতা নাগ ভট্টাচাৰ্য, রিতা মিত্র, সোমা মুখোপাধ্যায়, বিভা দাস দালাল, সংগ্রামীকা মজুমদার, শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা সিনহা, অনিন্দিতা মোদক, গৌরাঙ্গ দাস সহ অনেকেই। প্রকৃতি ভবনের আশ্রমিক কন্যাদের উপস্থাপনায় “আমরা সবাই রাজা “রবীন্দ্র সঙ্গীত ভীষণ সুন্দর ভাবে পরিবেশিত হয়।

Advertisement

পরিশেষে কলকাতা থেকে আগত বর্শিয়ান প্রধান শিক্ষক ও সংস্কৃতি অনুরাগী বংশী বদন চট্টোপাধ্যায় সংক্ষিপ্ত বক্তব্য এ সংস্থার সবাইকে শুভেচ্ছা জানান।

সামগ্রিক পরিকল্পনা ও সঞ্চালনায় রীনা গিরি অনুষ্ঠান টিকে শান্তিনিকেতন এর প্রকৃতি ভবনের উল্লেখযোগ্য উপস্থাপনা হিসেবে চিহ্নিত করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ