কলকাতা 

“আগে আবর্জনা পরিষ্কার করুন, গোটা প্যানেল খারিজ করা উচিত”গ্রুপ ডি মামলার শুনানিতে এবার এসএসসিকে হুঁশিয়ারি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন ফের হাই কোর্টের কোপে। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন,অন্য আরেক বিচারপতি এদিন এস এস সিকে বলেছেন, পুরো প্যানেল বাতিল করে দেওয়া উচিত। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এসএসসির মাধ্যমে নিয়োগকৃত গ্রুপ ডি মামলা উঠে, সেই মামলায় সিবিআই-এর রিপোর্ট দেখে রীতিমতো চমকে ওঠেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

বুধবার এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই (CBI)। ওই রিপোর্ট দেখার পর বিচারপতি বিশ্বজিৎ বসু দুর্নীতির বিরুদ্ধে সরব হন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সওয়াল জবাব চলাকালীন বিচারপতি বলেন, “ভয়ংকর পরিসংখ্যান। এটা হিমশৈলের চূড়ামাত্র। গোটা হিমশৈল জলের নিচে আছে। এরা শিক্ষক। এরা সমাজ গড়ে। এরা অন্য কোন পেশায় নেই। ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে। জিজ্ঞাসা করবে এরা কেমন শিক্ষক? আমি জানিনা এর শেষ কোথায়।”

Advertisement

স্কুল সার্ভিস কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি আরও বলেন, “আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা উচিত। দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমিও তাতে শামিল।” আগামী ১৮ নভেম্বর সিবিআইয়ের রিপোর্ট তলব করেছে হাই কোর্ট। ওইদিন এই মামলার পরবর্তী শুনানি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ