জেলা 

নিট পরীক্ষায় সফল ভগবানগোলার সাত ছাত্রীর সংবর্ধনা সভায় ডাক্তারি পাশ করে গরিব মানুষের সেবা করার আহ্বান জানালেন এলাকার বিধায়ক বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি:   আজ ২৩শে সেপ্টেম্বর শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের নিউ ইরা এ্যকাডেমীর পরিচালনায় নীট কৃতী ছাএ ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান,আবু হায়েন,রবিউল ইসলাম,আবু সইম ওরফে রিপন, অভিভাবক লুৎফর রহমান, আকরাম হোসেন প্রমুখ।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, ভগবানগোলার সাত জন ছাত্র ছাত্রী নীট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারী পড়ার সুযোগ পেয়েছেন।এটা খুবই গর্বের বিষয় এবং আমি এটাও আশাবাদী এই নীট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাএ ছাত্রীদের সংখ্যা প্রতি বছর ভগবানগোলয় বৃদ্ধি পাক।এই ছাএ ছাত্রীদের কঠোর পরিশ্রমকে আমি মর্যাদা দিয়ে বলছি,তোমরা আরো বড় হও, ভগবানগোলা, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মান বাড়িয়ে তোল এবং সেই সঙ্গে সঙ্গে আমার আর একটা অনুরোধ থাকলো,তোমরা যখন ডাক্তারী পাশ করবে তখন নিজের গ্রামকে ভুলবে না,গ্রামে তোমরা প্রাকটিস করবে।

Advertisement

কারন গ্রাম বাংলার গরীব মানুষেরা শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারে না।ভাল ডাক্তার গ্রামে খুব অভাব আমি আশাবাদী এই অভাব তোমরা পুরন করবে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন।গরীব ছাএ ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে শিক্ষার মানকে বাড়িয়েছেন।

ব্লক সভাপতি আহসানুর রহমান বলেন,এই ভগবানগোলায় সাত নীট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের অভিনন্দন জানিয়ে বলতে চাই এই সাত জন একদিন সত্তর জনে পরিনত এটাই আশা রাখি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ