জেলা 

ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভুমিকায় খুশি দেগঙ্গাবাসী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :   ডেঙ্গু মোকাবিলায় জনপ্রতিনিধিদের তৎপরতায় জমে থাকা জমা জল অপসারণ করতে দেখা গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার বিভিন্ন এলাকায়। বছরের নির্দিষ্ট সময়ে ডেঙ্গুর প্রকোপে রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষ আক্রান্ত হতে দেখা গেছে ফি বছর। ব্যতিক্রম হয়নি চলতি বছরও কিন্তু সব বাধা-বিপত্তিকে হারিয়ে দিয়ে ডেঙ্গুজয়ে লক্ষ্য স্থির করে ময়দানে নেমে পড়েছে স্বাস্থ্যকর্মী থেকে জনপ্রতিনিধিরা। উল্লেখ্য ডেঙ্গু প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও সমান তালে কাজ করে চলেছে ডেঙ্গু মোকাবিলায়।গত শুক্রবার জেলার বারাসাত মহকুমা শাসক সোমা সাউয়ের উপস্থিতিতে ব্লকে গুরুত্বপূর্ণ আলোচনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান করা হয়েছিল।তারই রেশ ধরে শনিবার উঃ জেলার দেগঙ্গা ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু অভিযান চলছে। লক্ষণীয় বিষয় প্রত্যেকটা অঞ্চল ডেঙ্গু দমনে যেন অন্য অঞ্চলকে হারানোর প্রতিজ্ঞা করে ময়দানে নেমেছে। ব্লক স্তর থেকে নেতৃবৃন্দ প্রত্যেক অঞ্চলের দায়িত্বে কাজ করছে।

উক্ত ব্লকের নুরনগর পঞ্চায়েত এলাকার খেজুরডাঙ্গা, মোহনপুর,আরিজুল্লাপুর গ্ৰামে উপস্থিত থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে ডাবের খোসা,ভাঙ্গা প্লাস্টিক,টায়ারে জমে থাকা জল পরিষ্কার করতে দেখা গেছে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদকে, ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক কীরিটী সাহা,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান, প্রধান উমা দাস, উপপ্রধান হাজী আব্দুর রব,সমাজকর্মী নিলুপদ দাস, রাকিবুল সহ এলাকার আশা কর্মী,ভিআরপি,ভিসিডি সহ সমাজের সর্বস্তরের মানুষজন।

Advertisement

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ জানায় মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডেঙ্গু দমনে দেগঙ্গা ব্লক প্রশাসন সর্বদা তৎপরতার সঙ্গে বিগত দিনে যেমন কাজ করে এসেছে এবারও তার ব্যতিক্রম হবে না। তাই সর্বস্তরের সকলের সহযোগিতায় ডেঙ্গু দমন নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে যতদিন না সম্পূর্ণরূপে দেগঙ্গা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে নির্মূল করা যাচ্ছে ডেঙ্গূকে। স্বাস্থ্য আধিকারিক কীরিটী সাহা জানায় ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে পাশাপাশি আশা কর্মীরাও সমান তালে কাজ করে চলেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি তার বক্তব্যে ডেঙ্গু মোকাবিলা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হবেই। পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ জানায় সকল জন প্রতিনিধি সহ স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই যুদ্ধ জয় হবেই। দেগঙ্গার প্রত্যেকটি অঞ্চল বিশেষভাবে

চাঁপাতলা,চৌরাশি,আমুলিয়া,কলসুর বেড়াচাঁপা,সোহাই শ্বেতপুর প্রতিটি অঞ্চলের প্রধান উপপ্রধান ও স্বাস্থ্য কর্মীদের তৎপরতায় নিয়মিতভাবে ডেঙ্গু অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দা স্বপন মন্ডল জানায় ফারহাদ ভাই সহ অন্যান্য নেতৃত্ব,জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের দল বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গু দমন চালাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। রহমান মোল্লা নামে অন্যজন জানায় যেভাবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ চলছে তা অতি দ্রুত সফলতা পাবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ