অন্যান্য 

সোস্যাল মিডিয়ার অপব্যবহার বাক-স্বাধীনতার অধিকার নয়/মোহাম্মদ সাদউদ্দিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মোহাম্মদ সাদউদ্দিন : বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার যে কোনো গণতন্ত্রের মূল নীতি।এটা ভুলে যাওয়া উচিত নয় যে, কোনো স্বাধীনতাই পরম ব্যবহারযোগ্য বা পুরোপুরি অনিয়ন্ত্রিত নয়।সামাজিক মাধ্যম বা সোস্যাল‌ মিডিয়া আমাদের সমাজের একটা অপরিহার্য অঙ্গ।কিন্তু তার ব্যবহারটা যখন অপপ্রয়োগে পরিণত হয় বা ফেক হয়ে যায়, অথবা অপব্যবহারে পরিণত হয় তখন তা একদিকে তার গুরুত্ব যেমন হারায়, তেমনি হারায় তার বিশ্বাসযোগ্যতা। এই অপব্যবহার বা অপপ্রয়োগগুলি হল শ্লীলতাকে ছাড়িয়ে যাওয়া।ভাষা-সন্ত্রাস , অপমানজনক শব্দের ব্যবহার, মানহানিকর কথা এবং বিদ্বেষমূলক মন্তব্য্য সেই অপপ্রয়োগকে চোখে হাত দিয়ে দেখিয়ে দেয়।আর এগুলো সোস্যাল মিডিয়ায় আকছার হচ্ছে। এগুলিকে বলে স্বাধীনতার নামে অপসংস্কৃতি।

ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইন তৈরি করে যাতে সোস্যাল মিডিয়া একটা নিয়মকে মেনে চলে।এটা চালু হয় কূমন্তব্য বা অশ্লীল শব্দ যেন কম ব্যবহার করা হয়। তথা্য প্রযুক্তি আইনের মাধ্যমে ইন্টারনেটে অশ্লীল বস্তু, যৌনতামূলক ছবি , হিংসা প্রচার , ব্যক্তিগত বিষয় আপলোড নিষিদ্ধ ছিল।কিন্তু এখন সোস্যাল মিডিয়ায় এগুলোই বেশি হচ্ছে।এতে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বেশি।এক্ষত্রে বাকস্বাধীনতার নামে সাম্প্রদায়িক বিদ্বেষ বেশি বাড়ানো হচ্ছে।তথ্যপ্রযুক্তি আইন যাতে যথাযথ ব্যবহার করা হয়, তেমনি তার অপপ্রয়োগ যেন না হয়।ঠিক বাকস্বাধীনতার নামে সোসাল মিডিয়ায় ফেক প্রচার বা অশ্লীল কিছু প্রয়োগ না করা হয়।তবেই হবে দেশ ও সমাজের মঙ্গল।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ