কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি
বিশেষ প্রতিনিধি: ১৫ সেপ্টেম্বর ২০২২ কৃষ্ণনগর দেবনাথ উচ্চ বিদ্যালয়ে ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র পক্ষ থেকে একটি পরিবেশ বিষয়ক সভার আয়োজন করা হয়। কৃষ্ণনগর দেবনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে পরিবেশ ভাবনা জাগিয়ে তোলার উদ্দেশ্যে কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর পক্ষ থেকে এই আলোচনা সভা করা হয়। পরিবেশ বন্ধু দীপাঞ্জন দে বলেন, “স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা প্রতি সপ্তাহে স্কুলগুলিতে যাচ্ছি। শিক্ষার্থীদের সাথে পরিবেশ ভাবনা বিষয়ে আলোচনা করতে পেরে আমরা পরিবেশ বন্ধুরা খুবই আনন্দিত। এবছর কৃষ্ণনগর দেবনাথ উচ্চ বিদ্যালয়ের সার্ধ-শতবর্ষ। এই বিশেষ ক্ষণে দেবনাথ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আমাদের পরিবেশ কর্মসূচির সুযোগ করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ।”
কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর পক্ষ থেকে এদিনের আলোচনায় অংশগ্রহণ করেন ড. বলাইচন্দ্র দাশ, তরুণকুমার সাহা, মমতা বিশ্বাস, সুকৃতি ঘোষ এবং দীপাঞ্জন দে। ছাত্রদের সাথে আলোচনায় প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন, তার পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ, দূষণমুক্ত স্কুল গড়ে তোলা, পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার প্রভৃতি বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়। ছাত্রদের নিয়ে ছোটো টিম তৈরি করে পরিবেশ বন্ধুর সদস্যরা কৃষ্ণনগর দেবনাথ উচ্চ বিদ্যালয়কে প্লাস্টিক দূষণমুক্ত স্কুল হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেন।