কলকাতা 

এসএসসি নিয়োগে দুর্নীতির ‘মূল কাণ্ডারি’ পার্থকে সিবিআই হেফাজতে পাঠালো আদালত, কল্যাণ – পার্থকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হেফাজতেই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এসএসসি নিয়োগে দুর্নীতিতে ‘মূল কাণ্ডারি’ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার হেফাজতে নিল সিবিআই। আজ শুক্রবার আদালতে পার্থকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে আবেদন করে সিবিআই। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ দিনের সিবিআই হেফাজতে পাঠালো আলিপুর জাজেস কোর্ট। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় ইডির হেফাজতে থাকার পর এখন প্রেসিডেন্সি জেলে আছেন। আজ থেকে তিনি সিবিআই এর হেফাজতে থাকবেন।

বৃহস্পতিবার আলিপুর জাজেস কোর্টে সিবিআইয়ের আবেদনের পর শুক্রবার পার্থকে সশরীরে হাজির করানো হয় আদালতে। এজলাসে পার্থের ঠিক পাশেই বসেছিলেন সিবিআইয়ের গ্রেফতার হওয়া মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁদের নিজের মধ্যে কথাও বলতে দেখা যায়।

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিল সিবিআই (CBI)। তিনি জেল হেফাজতে ছিলেন। মামলার তদন্তের স্বার্থে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপরই নির্দেশ দেন, আগামী ২১ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chattopadhyay)সিবিআই হেফাজতে রাখা হোক। পাশাপাশি, একই মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধেবেলা গ্রেপ্তার করেছিল সিবিআই।

এদিন তাঁকে আদালতে পেশ করা হলে ২১ তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ