কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো প্রফেসর ড. সুরঞ্জন মিদ্দের গ্রন্থ ‌’বাংলার নাট্য চর্চা’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা: বাংলার জনরব: গত ১০ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যায় কলেজ স্ট্রিট ত্রিপুরা হিতসাধিনী সভাগৃহে আনুষ্ঠানিক প্রকাশিত হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সাবেক বাংলার‌ বিভাগীয় প্রধান তথা ‘সম্প্রীতি আকাদেমি’র কর্ণধার ড: সুরঞ্জন মিদ্দের নাট্য গবেষণা মূলক গ্রন্থ ‘ বাংলার নাট্যচর্চা।’ গ্রন্থের প্রকাশক ‘রূপালী প্রকাশন দ্বারা আয়োজিত এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা পারমিতা মন্ডল, অধ্যাপক ঋতম মুখোপাধ্যায়, অধ্যাপক সেলিম বক্স, অধ্যাপক কুতুবুদ্দিন ও অধ্যাপিকা সোমা ভদ্র রায়।

‌ গ্রন্থ প্রকাশের আগে ‘বিদেশি নাটক: বাংলা নাটক’ বিষয় ভিত্তিক একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অধ্যাপিকা কাকলি ধারা মন্ডলের সভাপতিত্বে। উক্ত বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন অধ্যাপিকা পারমিতা মন্ডল ও অধ্যাপক ঋতম মুখোপাধ্যায়।

Advertisement

ড: মিদ্দের প্রকাশিত গ্রন্থটি সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেন‌ অধ্যাপক সেলিম বক্স, অধ্যাপিকা সোমা ভদ্র রায়‌, অধ্যাপক ঋতম মুখোপাধ্যায় ও অধ্যাপক কুতুবুদ্দিন। সভাপতির ভাষণে অধ্যাপিকা কাকলি ধারা মন্ডল বলেন -‘আমরা ক্রমশঃ বিদেশি ‌নাটকে আসক্ত হয়ে ভুলে যাচ্ছি দেশীয় নাট্যচর্চা।’

গ্রন্থ প্রকাশের পর লেখকের অনুভূতি প্রকাশে ড: মিদ্দে বলেন- ‘ আমার যা কিছু শ্রম সবই আমার ছাত্রছাত্রীদের জন্যে। নাটক নিয়ে গবেষণার ক্ষেত্রে আমার এই গ্রন্থটি ওদের‌ কাজে এলে আমার শ্রম সার্থক হবে।’ নিজস্ব অনুভূতি প্রকাশের আগে ড: মিদ্দে বলেন – ‘আজকের আলোচকরা তুলনামূলকভাবে বয়েসে নবীন হলেও তাঁরা প্রত্যেকেই বিদ্যায় এবং নাট্যচর্চায় প্রাজ্ঞ ‌।’

অনুষ্ঠানে সম্প্রীতি আকাদেমির তরফে বিভিন্ন বিষয়ের কয়েকজন গবেষককে বিশেষ ভাবে সম্মানিত করা হয়‌। ‘একুশের ভাবনা’র কর্ণধার বদরুদ্দোজা হারুন কেও এদিন সম্প্রীতি আকাদেমির তরফে সম্মান জ্ঞাপন করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ