জেলা 

ডেঙ্গু মোকাবিলায় অভিনব উদ্যোগ উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: শহরজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে । বর্ষার শুরু থেকেই জেলায় অভিনব উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে আসরে নেমে পড়েছে উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসন।।

আজ জরুরী ভিত্তিক কনভার্জেন্স মিটিং আয়োজিত হয় বারাসাত জেলা পরিষদ ভবনে।প্রশাসনের তৎপরতায় গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ টিম গড়ে উঠেছে। এই টিম ডেঙ্গু বাহক মশার উৎপত্তি স্থল বিনাশ করেন অর্থাৎ মশা যখন লার্ভা অবস্থাতে থাকে তখন লার্ভা নাশক তেল স্প্রে করে মশার বংশ ধংস করে। প্রতিটি বাড়ির চারপাশ পর্যবেক্ষণ করে যাতে কোথাও জমা জলে না থাকে।

Advertisement

নিয়মিত সাফাই কর্ম, নিকাশি পরিচ্ছন্ন ও লার্ভা বিনাশ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু মুক্ত করা যায় বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর। আলোচনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বীণা মন্ডল, সহকারি সভাধিপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জি,বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, কর্মাধ্যক্ষ রমা ঘোষ, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ