তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে হোটেলে ভয়াবহ আগুন মৃত ছয়, আহত বেশ কয়েকজন
বাংলার জনরব ডেস্ক: সোমবার রাতে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি হোটেলে আগুন লাগে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংবাদ সংস্থা এএনআই-র প্রশ্নের উত্তরে হায়দরাবাদের কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি বহুতলে আগুন লাগে। ভবনটির একতলায় একটি ইলেকট্রিক স্কূটার রিচার্জিং ইউনিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখানে দাহ্য পদার্থ থাকায় দ্রুত দু’তলা ও তিনতলায় আগুন ছড়িয়ে পড়ে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে প্রাণ হারান ছ’জন। নিজেকে বাঁচাতে অনেকেই জানালা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দমকল ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ চালানো সম্ভব হয়।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার (Telangana) স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওই হোটেলে আটকে পড়া অতিথিদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করেছেন দমকল কর্মীরা। তবে প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হবে।”
উল্লেখ্য, গত মার্চ মাসেও এমনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয় তেলেঙ্গানা। সেবার সেকেন্দ্রাবাদের একটি গোদামে আগুন লেগে মৃত্যু হয়ে বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের।