কলকাতা 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির মাত্রাতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে মমতা সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন বিধানসভা অধিবেশনে কেন্দ্রীয় এজেন্সি গুলির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে মমতা সরকার। সিবিআই ইডি ও আয়কর দফতর অতি সক্রিয়তার সঙ্গে যেভাবে দেশজুড়ে বিরোধী দলগুলোকে নিশানা বানিয়েছে তা নিয়েই দেশের মধ্যে প্রথম কোন বিধানসভা নিন্দা প্রস্তাব আনতে চলেছে।

মমতা সরকারের বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি শুধুমাত্র বিরোধী দলের নেতাদেরকে টার্গেট করছে। এ বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যম কে জানিয়েছেন,“কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির মাত্রাতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হচ্ছে‌। কেন্দ্রীয় সরকারের হাতে থাকা তদন্তকারী সংস্থাগুলি যেমন, সিবিআই, ইডি, আয়কর বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি নির্বাচন কমিশনকেও এই ভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তথা বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবহার করার কাজ শুরু করেছে তারা।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেখানে বিরোধীদের সরকার আছে, সেখানে সরকার ফেলার চেষ্টা করছে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে।”

আগামী ১৯ সেপ্টেম্বর বিধানসভায় এই প্রস্তাবটি আনা হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী

প্রসঙ্গত, গত কয়েক মাসে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি জেরা করেছে ইডি। বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকেও জেরার জন্য বার বার তলব করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এদিকে,বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগগা বলেছেন, “১৩ সেপ্টেম্বর আমাদের নবান্ন অভিযান। তারপরেই পরিষদীয় দলের তরফে বৈঠক করে ওই আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা ঠিক করা হবে।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ