কলকাতা 

মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বাংলায় বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে টাটা গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে চলেছে। এর ফলে কয়েক হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। আজ সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে।’’

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ১১ হাজার জন তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা। রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে যাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির কারখানার জন্য জমি নিয়েছিল টাটা সংস্থা। রাজ্যে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কৃষকদের জমি জোর করে অধিগ্রহণের অভিযোগ তুলে ২০০৭ সালে আন্দোলনে নেমেছিলেন মমতা। দীর্ঘ দিন অনশন করেছিলেন। শেষ পর্যন্ত তাঁর অনমনীয়তার জন্যই কারখানা নির্মাণ মাঝপথে বন্ধ রেখে সিঙ্গুর ছেড়ে চলে যায় টাটা সংস্থা। এরপর এবছর মুখ্যমন্ত্রী আহবানে সাড়া দিয়ে বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ