কলকাতা 

কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের আত্মীয়র সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক কলকাতায় দিনক্ষণ জানিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিনয় মিশ্র এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র আছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়ে থাকে। সম্প্রতি কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিও অফিসে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের কাছে বলেছিলেন পয়লা পাচার কাণ্ডের অন্যতম নায়ক বিনয় মিশ্রের সঙ্গে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যোগাযোগ রয়েছে। এমনকি সাম্প্রতিক কালে মোবাইল এর মাধ্যমে তার সঙ্গে কথোপকথন হয়েছে সেটিং করে দেয়ার কথাও নাকি শুভেন্দু অধিকারী বলেছেন বলে, অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এক সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন আত্মীয়র সঙ্গে নিজাম পেলে সেই বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করছেন এই অভিযোগ কে মিথ্যা প্রমাণ করার জন্য।

Advertisement

কুণালের দাবি, ২০২১ সালের ২১ এবং ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নিজাম প্যালেসে বিনয় মিশ্রর ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। একইসঙ্গে তৃণমূল মুখপাত্রের দাবি, দু’জনের মোবাইলের টাওয়ার লোকেশন মিলিয়ে দেখুক তদন্তকারী সংস্থা। পাশাপাশি, বিনয়ের সঙ্গে শুভেন্দুর কথোপকথনের অডিও আদালতে পেশ করার হুঁশিয়ারিও দেন তিনি। সেখানে নাকি সেটিং করে দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু।

তবে কুণালের এমন অভিযোগের কোনও জবাব দিতে চাননি বিরোধী দলনেতা। তবে বিজেপি শিবির থেকে বর্ষীয়ান বিধায়ক মিহির গোস্বামী জবাব দিয়েছেন। নাটাবাড়ির বিধায়ক বলেছেন, ‘‘তৃণমূল যে একটি নীতিহীন দল তা জনসমক্ষেই প্রমাণ হয়ে গিয়েছে। একের পর এক নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রাজ্যের মানুষের কাছে তা প্রকাশ পেয়ে গিয়েছে।’’ মিহির আরও বলেছেন, ‘‘তাই তৃণমূল মুখপাত্র বিরোধী দলনেতার নামে কী অভিযোগ করলেন, আমরা তাতে কান দিচ্ছি না। কারণ এই অভিযোগের কোনও ভিত্তি নেই।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ