কলকাতা 

শিক্ষার্থীদের মনঃসংযোগ বাড়বে কীভাবে- শিক্ষক দিবসের সন্ধ্যায় অনলাইন আলাপচারিতা, উদ্যোগে অনুসন্ধান কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাফিসা ইসমাতের প্রতিবেদন: শিক্ষক দিবসের সন্ধ্যায় অনুসন্ধান কলকাতা আয়োজিত অনলাইন শিক্ষক দিবস পালিত হল পবিত্রতার সাথে। মানুষ গড়ার যে বিশাল দায়িত্ব শিক্ষক-শিক্ষিকা পালন করেন, সেই উপলক্ষে পালিত দিবস যে নিঃসন্দেহে পবিত্র হবে এমনটাই মনে করেন অনুসন্ধানের সাথে জড়িত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এদিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল – মনঃসংযোগ। স্মার্টফোন ও ইন্টারনেটের দৌলতে ঘাটতি পড়ছে মনঃসংযোগে। তা দূর করার উপায় ও শিক্ষার্থীদের মনের হালহকিকত নিয়েই ছিল এদিনের আলোচনা।

অনুষ্ঠান শুরু হয় অরিত্রি সাহুর সূচনা সংগীতের মাধ্যমে। তারপর ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট এর অধ্যাপক শুভময় মৈত্র বলেন এদিনের বিষয় মনসংযোগ ও শিক্ষক দিবস নিয়ে কিছু কথা। ছাত্র-ছাত্রীদের মনসংযোগে ঘাটতি নিয়ে অভিভাবকেরা লিখেছিলেন তাদের মনের কথা।

Advertisement

তারই মধ্যে বিশেষ নির্বাচিত লেখা এই দিনের অনুষ্ঠানে পাঠ করা হয়। বিশিষ্ট লেখিকা সৈয়দা কানিজ মোস্তফা এদিন দুজন অভিভাবক- হুগলি থেকে স্নিগ্ধা দত্ত ও উত্তর ২৪ পরগনার সঞ্জয় ব্যানার্জির লেখা পাঠ করে শোনান। স্মার্টফোনের দৌলতে মনসংযোগে ঘাটতি যেমন ঘটছে সে রকমই ইন্টারনেটের দৌলতে কত রকম সুবিধা আমাদের পড়াশোনায়, কর্ম ক্ষেত্রে কাজে লাগতে পারে সেই নিয়ে জানিয়েছেন আমাদের রাজ্যের যুব ডাক্তার শাহীন ইশা। আমেরিকার ফ্লোরিডা থেকে এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। শাহীন ইশা তার ছোটবেলায় গ্রামের পরিবেশ থেকে লড়াই করে উঠে এসে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রাজ্য স্তরে র‍্যাঙ্ক করেন। তারপর ডাক্তারি পড়ে এখন ফ্লোরিডা থেকে ডাক্তারির উচ্চশিক্ষা সম্পূর্ণ করছেন তিনি। মনঃসংযোগ বাড়ানোর সহজ উপায়, এদিন মনোগ্রাহী প্রেজেন্টেশনের মাধ্যমে ছোট বড় সকলের বোঝার মতো করে ব্যাখ্যা করেন শাহীন।

এরপর প্রদান করা হয় ‘অনুসন্ধান শিক্ষা সম্মাননা ২০২২’। মুর্শিদাবাদের প্রবীণ শিক্ষাবিদ বেলডাঙ্গা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সনৎ কর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপিকা বিশিষ্ট বিজ্ঞানী এণা রায় বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর জিমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুলেখক জইনুল হককে সম্মাননা জ্ঞাপন করা হয়।

তিন প্রজন্মের তিন শিক্ষক জানান তাদের মনের কথা। শিক্ষার্থীদের কল্যাণে অনুসন্ধানের ছোট বড় সমস্ত কাজকে সাধুবাদ জানান তাঁরা। এদিন অনলাইন অনুষ্ঠানের মাধ্যমেই হয় প্রণতি ই-ম্যাগাজিনের উদ্বোধন। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকার বিভিন্ন আঙ্গিকে লেখা দিয়ে সমৃদ্ধ এই পত্রিকার সম্পাদনা করেন বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান। সুস্থ মনে, স্বাভাবিকভাবে পড়াশোনা করে এগিয়ে চলবে সকল শিক্ষার্থী– শিক্ষক দিবসে এই প্রতিজ্ঞা নিয়েই অনুসন্ধান কলকাতার এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. অমলেন্দু বসু। অনুষ্ঠান শেষ হয় রাজহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক নভেন্দু সামন্তর সংগীত পরিবেশনার মাধ্যমে এবং কিছু কথা বলে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল ও সাহাবুল ইসলাম গাজী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ