দেশ 

“পড়ুয়ারা মিনি, মিডি যা খুশি পরে আসতে পারে?” হিজাব মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: দেশের সংবিধান সবাইকে তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে কিন্তু সেই অধিকারকে কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কি ব্যবহার করা যায়? সম্প্রতি কর্নাটকে মুসলিম মেয়েরা হিজাব পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে কি যাবে না তা নিয়ে দেশজুড়ে হৈচৈ চলেছিল! এরই পরিপ্রেক্ষিতে হিজাব পড়া সাংবিধানিক অধিকার এই প্রশ্ন তুলে কয়েকজন ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ সেই মামলার আজ মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল সংবিধানে ধর্ম আচরণ পালনের অধিকার থাকলেও তার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যায় কি? যেখানে অধিকাংশ স্কুলে নিজস্ব পোশাক রয়েছে সেখানে হিজাব পড়ার যৌক্তিকতা কোথায়? অধিকার আছে বলে যে কোন মেয়ে মিনি স্কার্ট পরে কি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে এই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

পাশাপাশি আদালতর বক্তব্য, অধিকারের দোহাই দিয়ে পড়ুয়ারা মিনি, মিডি স্কার্ট পরেও বিদ্যালয়ে আসতে চাইলে তাও কি মেনে নিতে হবে।

Advertisement

উল্লেখ্য, কর্ণাটক সরকার গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে। তারপর থেকেই সেরাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল। বিক্ষোভের জেরে বেশ কয়েকদিন স্কুল-কলেজ বন্ধও রাখতে হয় কর্ণাটক সরকারকে।

কর্ণাটক হাই কোর্টে (Karnataka High Court) আরজি জানানো হয় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে। কিন্তু হাই কোর্ট সেই নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এই রায়কে চ্যালেঞ্জ করে বেশ কিছু মামলা করা হয় সুপ্রিম কোর্টে। তারই শুনানিতে বিচারপতি হেমন্ত গুপ্তা ও সুধাংশু ধুলিয়ার ডিভিশনের স্পষ্ট বক্তব্য, ”আপনাদের ধর্মাচরণের অধিকার থাকতেই পারে। কিন্তু তা কি স্কুলে দেখানো যায়, যেখানে একটি নির্দিষ্ট পোশাকই সকলকে পরতে হয়? এটাই হল প্রশ্ন।” এমনকি বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এই প্রশ্নও তোলে, ”তাহলে কি পড়ুয়ারা মিনি, মিডি যা খুশি পরে আসতে পারে?” তাঁরা এই প্রশ্ন করেন আইনজীবী সঞ্জয় হেগড়েকে, যিনি বেশ কয়েকজন পিটিশন দাখিলকারীর হয়ে মামলা লড়ছেন।

এদিন শীর্ষ আদালত আরও জানায়, রাজ্য কারও অধিকার কেড়ে নিচ্ছে না। রাজ্য কেবল জানিয়ে দিচ্ছে, সমস্ত পড়ুয়াদের জন্য যে পোশাক বিধি রয়েছে, সেটাই মেনে চলতে হবে। প্রসঙ্গত, গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট এই ইস্যুতে কর্ণাটক সরকারকে নোটিস পাঠিয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ