কলকাতা 

আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এনজিওদের নিয়ে কর্মশালা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আজ রবিবার ২৮শে আগস্ট আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হলো বেশ কিছু এনজিওর কর্মকর্তাকে নিয়ে এক কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন আমলা এবং জিডি চ্যারিটেবিল ট্রাস্টের অন্যতম কর্মকর্তা নুরুল হক।

জনাব নুরুল হক সাহেব নানা তথ্য তুলে ধরে বলেন, আগামী দিনে এনজিও এর মাধ্যমে সাধারন মানুষের কাছে পৌঁছানো যাবে। শিক্ষা স্বাস্থ্য সহ সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে এনজিওদের ভূমিকা অনস্বীকার্য।

সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহা শাহ আলম বলেন, গ্রামবাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল এনজিও সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছেন তাদের কাজ কর্মের মধ্যে অনেক ঘাটতি আছে এমনকি অনেক নিয়ম-কানুন তারা জানে না যার ফলে এই সকল এনজিওর কাজ করার ইচ্ছা থাকলেও তারা যথাযথভাবে কাজ করতে পারছে না। আমানত ফাউন্ডেশন ট্রাস্ট এইসব এনজিওগুলিকে সংগঠিত করে আগামী দিনে রাজ্য জুড়ে সুসংহত উপায়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে চাইছে। সেই উদ্দেশ্যেই আজকের এই এনজিও ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন, দেশের সার্বিক উন্নয়নে এনজিও গুলির ভূমিকাকে স্বীকার করতেই হবে। আর এইসব এনজিও গুলির ক্যাপাসিটি বিল্ডিং বৃদ্ধি করতে হলে আমাদের মধ্যে মেধাশক্তির জাগরণ ঘটাতে হবে। নেতৃত্ব দেয়ার ক্ষমতা গড়ে তুলতে হবে। এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মত মেধা সম্পন্ন তরুণ সমাজকে সংযুক্ত করতে হবে। একই সঙ্গে ইসলামিক শিক্ষা এবং মূল্যবোধের বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যেই বক্তব্য রাখেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টে অন্যতম কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য ব্যক্তিত্বরা। বিশিষ্ট সমাজসেবী মুহা ওমর খানের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ