High Court: কলকাতা হাই কোর্টে ন’জন নতুন বিচারপতি নিয়োগ
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক।নতুন নিযুক্ত অতিরিক্ত বিচারপতিরা হলেন বিশ্বরূপ চৌধুরী, পার্থসারথি সেন, প্রসেনজিৎ বিশ্বাস, উদয় কুমার, অজয়কুমার গুপ্ত, সুপ্রতিম ভট্টাচার্য, পার্থসারথি চট্টোপাধ্যায়, অপূর্ব সিংহl রায়, মহম্মদ শব্বর রশিদি।
বিজ্ঞপ্তি দিয়ে মন্ত্রক জানিয়েছে, ভারতীয় সংবিধানের ২২৪ অনু্চ্ছেদের ১ নম্বর ধারা মেনে এই নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। দায়িত্ব পাওয়ার দিন থেকে দু’বছর ওই পদে থাকবেন তাঁরা। মনে করা হচ্ছে, এর ফলে বিচারের কাজে গতি আসবে।
কলকাতা হাই কোর্ট সূত্রের খবর, বিচারপতির অভাবে প্রায় দু’লক্ষ মামলা ঝুলে রয়েছে। হাই কোর্টে বিচারপতি থাকার কথা ৭২ জন। রবিবার ন’জন নিয়োগের পর সংখ্যা দাঁড়াল ৬৩।