দেশ 

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বহু গ্রন্থপ্রণেতা জামাত-ইসলামী-হিন্দের সাবেক আমির হজরত মাওলানা সাইয়েদ জালালুদ্দিন উমরী আমাদের মধ্যে নেই (ইন্না-লিল্লাহে- ): মঈনউদ্দিন খান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মঈনউদ্দিন খান : ইসলামিক বিশিষ্ট চিন্তাবিদ বহু গ্রন্থপ্রণেতা জামাত-ইসলামী-হিন্দের সাবেক আমির হজরত মাওলানা সাইয়েদ জালালুদ্দিন উমরী  আমাদের মধ্যে নেই ইন্না-লিল্লাহে-

তিনি ১৯৩৫ সালে জন্ম গ্রহণ করেন তামিলনাড়ুর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া দারুস-সালাম, উমরাবাদ, তামিলনাড়ু থেকে সর্বোচ্চ ডিগ্রী লাভ করেন । অতপর মাড্রাস্ ইউনিভার্সিটি থেকে ফার্সি মুন্সী ফাজেল ডিগ্রী অর্জন করেন, আলীগড় ইউনিভার্সিটি থেকে ইংলিশে গ্রাজুয়েট হন। এর পর তিনি জামাত-ইসলামীতে যোগ দান করে মারকাজ রামপুরে গবেষণা মূলক ও গ্রন্থ প্রনয়ন বিষয়ে কাজ আরম্ভ করেন। পরে বিখ্যাত গবেষণা মূলক প্রতিষ্টান তাহকীক ও তাসনীফ ইনস্টিটিউশন আলীগড়ে ও তাসনিফী একাডেমী দিল্লির প্রধানের দায়িত্ব পালন কর। বিখ্যাত ত্রৈমাসিক পত্রিকা তাহকীকে ইসলামী আলিগড়ের প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন।
পরে তিনি বহু বছর যাবৎ জামাত-ইসলামী-হিন্দের আমির পদে নিযুক্ত হয়ে দেশ ও মিল্লাতের খিদমত করেন ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত। তিনি ইসলামের উপরে গবেষণা ধর্মী প্রায় ৩ ডজন পুস্তক প্রণয়ন করেন। বিশেষ করে ইসলামী সমাজ বিষয়ে গ্রন্থ লেখেন।
তার বহু বিখ্যাত গ্রন্থ ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে যেগুলো খুবই জনপ্রিয়।
২৬ই অগাস্ট ২০২২, রাত ৮:৩০ মিনিটে জামাত-ইসলামী-হিন্দের মারকাজি হাসপাতাল শিফাতে চিরো নিদ্রায় সাহিত হন।
আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করেন। এবং তাঁহার পরিবার বর্গকে সাবরে জামিল দান করেন।
আমীন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ