কলকাতা 

পাউরুটির দাম বাড়ছে না : ইদ্রিস আলী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: পাউরুটির দাম বাড়ছে না এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বেকারী মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক বিধায়ক ইদ্রিস আলী। তিনি জানান সামনে পুজা এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসব আছে। পাউরুটি নিত্য প্রয়োজনীয় খাদ্য তাই যখন তখন খুশি মতো দাম বাড়ানো যায় না।

কিছুদিন আগেই অর্থাৎ গত ৩০শে জানুয়ারী২০২২, পাউরুটির দাম পাউন্ড প্রতি অর্থাৎ প্রতি ৪০০গ্রামে চার টাকা করে বেড়েছে। অর্থাৎ ২৪টাকার পাউরুটি টা ২৮টাকা হয়েছে।সামনেই দুর্গা পূজা, যে পূজাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ব ব্যাপী প্রশংসিত হয়েছে এবং বাঙালিরা আনন্দে ভাসবে,সেই সময় নিরানন্দের খবর আমরা দিতে চায়না।রাজ্যে প্রায় চার হাজার পাউরুটির কারখানা আছে দু তিনটে বাদ দিয়ে সমস্ত পাউরুটির কারখানার মালিকরা আমাদের জয়েন্ট এ্যকশেন কমিটির এবং ওয়েষ্ট বেঙ্গল বেকারস কো অডিনেশন কমিটির সদস্য।

Advertisement

তাই আমরা পাউরুটির দাম না বাড়ালে, দু তিনটে বেকারী মালিকদের সংগঠনের, আগামী ৬ই সেপ্টেম্বর থেকে পাউরুটির দাম বাড়বে ঘোষনা হাস্যকর। ওদের ঘোষণা, ঘোষনাই থেকে যাবে। জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক বিধায়ক ইদ্রিস আলীর এই বক্তব্যকে সমর্থন করেছেন, ওয়েষ্ট বেঙ্গল বেকারস কো অডিনেশন কমিটির সম্পাদক সেখ ইসমাইল হোসেন। তিনিও বলেছেন পাঁউরুটির দাম বাড়ছে না।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ময়দা ও চিনির দাম বৃদ্ধির কারণে এবং অন্যান্য খরচ বাড়ার কারণে পাউরুটির দাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাড়তে চলেছে। জয়েন্ট অ্যাকশন কমিটির এই সিদ্ধান্তের পর পাউরুটির দাম বাড়ার সম্ভাবনা কমে গেল বলে মনে করা হচ্ছে। কারণ এই কমিটির অধীনে রাজ্যের প্রায় চার হাজার বেকারি রয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ