প্রতিমাসে যাচাই করে নাও মাধ্যমিক প্রস্তুতিতে তোমার অগ্রগতি কেমন
নায়ীমুল হক : আগামী বছরের মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে গত দু বছরের মতো এবছরও অনুসন্ধান কলকাতা হাতে নিয়েছে একগুচ্ছ কর্মসূচি। এ কথা জানলেন অনুসন্ধান কলকাতার পরীক্ষা পরিচালক বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল। তিনি জানিয়েছেন, সমগ্র এই কর্মসূচি পরিচালিত হবে একেবারে নিখরচায়। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনও ধরনের ফিজ নেওয়া হবে না।
সমগ্র এই কর্মসূচির মধ্যে প্রতি মাসে নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা যাচাই করে নেওয়ার সুযোগ থাকছে, বিশেষ এক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সিলেবাস একেবারে সুনির্দিষ্ট করে বলা থাকছে প্রায় একমাস আগে। সবকটি বিষয়ে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষা হয় প্রতিমাসের শেষ রবিবার সকাল ১১ টায়। ৪০ মিনিটের এই পরীক্ষায় প্রতিটি বিষয়ে ১০ টি করে এমসিকিউ প্রশ্ন থাকে। মোট প্রশ্নের সংখ্যা ৭০ । জুলাই মাসের এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া থেকে সৃজা পাল। রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের ছাত্রী সৃজা। এই পরীক্ষায় প্রথম হয়ে অনুসন্ধানের পক্ষ থেকে পৌঁছে গিয়েছে তার কাছে সামান্য কিছু উপহারের ডালি। আর তাতে ভীষণ তৃপ্ত সৃজা। সে জানিয়েছে মাধ্যমিক প্রস্তুতিতে এই উপহার তাকে খুবই অনুপ্রাণিত করছে। আগামীতে সে আরো ভালো করে প্রস্তুতি নেবে এবং তা শুরুও করেছে বলে জানিয়েছে সৃজা। তার প্রাপ্ত নম্বর ছিল ৬৭ । অবশ্য ৬৬ নম্বর পেয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী দ্বিতীয় স্থান পেয়েছে।
আগামী পাঁচ মাস ধরে চলবে এই পরীক্ষা। আগস্ট মাসের পরীক্ষার আয়োজন আগামী রবিবার ২৮ আগস্ট সকাল ১১ টায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, বলে জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সম্পাদক ও ইতিহাসের বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী। প্রতি মাসের এই পরীক্ষা-পর্ব ছাড়াও সবকটি বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্বসহ লাইভ আলাপচারিতায় অংশ নিতে পারছে ছাত্রছাত্রীরা। এ সমস্ত অনলাইন আলাপচারিতা নিয়ে কর্মশালা পরিচালনা করতে এগিয়ে এসেছেন বিভিন্ন স্তরের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা, এমনকী অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারাও, জানালেন অনুসন্ধানের সভাপতি ও বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান।
মাধ্যমিকের মতো জীবনের প্রথম বড় পরীক্ষার প্রস্তুতিতে ছাত্র-ছাত্রীদের পাশে অত্যন্ত পরিকল্পনামাফিক অনুসন্ধানের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ডঃ অমলেন্দু বসু, বিজ্ঞানী মতিয়ার রহমান খান, শিক্ষাব্রতী বংশীবদন চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক ড: দেবব্রত মুখোপাধ্যায়, কৃষ্ণাংশু মিশ্র, বিভাস সান্যাল, নভেন্দু সামন্ত, কাজী নিজামউদ্দিন সহ আরো অনেকে।
@@ উৎসাহী ও নিষ্ঠাবান ছাত্রছাত্রীরা (অবশ্যই মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থী হতে হবে) জয়েন করতে পারো
https://chat.whatsapp.com/HKzA7gQGn5dCN1eja9cCXH