কলকাতা 

‘‘শিক্ষক নিয়োগে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে,কিন্তু কোনও দুর্নীতি হয়নি’’: সুবীরেশ ভট্টাচার্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার বাঁশদ্রোণীতে নিজের সিল করা ফ্ল্যাটের ছাদে বসে অধুনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য কিঞ্চিৎ ‘সুর নরম’ করে জানালেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত ‘ভুল’ থাকতে পারে, কিন্তু কোনও ‘দুর্নীতি’ হয়নি।

বৃহস্পতিবার সাংবাদিকদের সুবীরেশ বলেন, ‘‘পদ্ধতিগত ত্রুটি (শিক্ষক নিয়োগে) থাকতে পারে। কিন্তু কোনও দুর্নীতি হয়নি।’’ সিবিআইয়ের উপর ১০০ শতাংশ বিশ্বাস রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবারই প্রায় ন’ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার ২৪ ঘণ্টার মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। তিনি কলকাতা রওনা দিচ্ছেন কি না, তা তাঁকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। সংক্ষিপ্ত উত্তরে সুবীরেশ বলেন, ‘‘হ্যাঁ।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ