দেশ 

Arvind Kejriwal: দিল্লীর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমেরিকার জনপ্রিয় দৈনিকের প্রশংসার পরেই মণীশের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের! কেন্দ্রকে তোপ কেজরীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে সিবিআই হানা দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ফের সরগরম হয়ে উঠছে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীবাল ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন। টুইটের সঙ্গে আমেরিকার সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ (এনওয়াইটি)-এ প্রকাশিত একটি প্রতিবেদনও পোস্ট করেছেন তিনি।

ওই প্রতিবেদনে দিল্লির শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়ার হাতেই রয়েছে দিল্লি সরকারের শিক্ষা দফতরের ভার। টুইটারে কেজরীবাল লিখেছেন, ‘যে দিন দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা করা হয়েছে, আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র এনওয়াইটি-র প্রথম পাতায় মণীশ সিসৌদিয়ার ছবি ছাপা হয়েছে, সেই দিনই মণীশের বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হল। সিবিআইকে স্বাগত। সার্বিক সহযোগিতা করা হবে। অতীতেও অনেক তল্লাশি, অভিযান হয়েছে। কিছুই পাওয়া যায়নি। এ বারও কিছুই বেরোবে হবে না।’

ঘটনাচক্রে, শুক্রবার সকালে সিবিআই হানার পরে মণীশও ‘স্বাগত’ জানিয়েছিলেন। তিনি লেখেন, ‘সিবিআই এসেছে। ওদের স্বাগতম। আমরা খুবই সৎ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, দেশে যারা ভাল কাজ করেন, তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে এ ভাবে। এই কারণে আমাদের দেশ এক নম্বর হতে পারল না’।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ