জেলা 

বিজেপির অপশাসনের বিরুদ্ধে দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের মহামিছিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : কেন্দ্রীয় বিজেপি সরকারের স্বৈরাচারী শাসন,দ্রব্যমূল্য বৃদ্ধি,বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা ও তদন্তের নামে কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআই লাগিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার প্রতিবাদে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলীয় নেতৃত্ব। এই নির্দেশ মতো শনিবার দেগঙ্গায় এক মহামিছিলে বিধায়ক রহিমা মন্ডল বিজেপির অপশাসনকে তীব্র ধিক্কার জানিয়ে সবাইকে সঙ্গবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেন।

উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, বাংলার উপর কোন চক্রান্ত করে মমতা ব্যানার্জিকে থামিয়ে রাখা যাবে না।সংগ্ৰামের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়।তাই বাংলার মানুষের উপর যতই বঞ্চনা ও অত্যাচারে লিপ্ত হবে, অদুর ভবিষ্যতে দেশ থেকে বিজেপি ধূলিষ্যাত হয়ে যাবে। তিনি দাবি করেন বাংলার মানুষ কে বঞ্চিত রেখে যে সমস্ত প্রকল্প বন্ধ করা আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Advertisement

একই সঙ্গে বিরোধী দলের উপর বিজেপির চক্রান্ত বন্ধ করার জোরালো সওয়াল করেন তিনি। দেগঙ্গা বাজারের চিত্র বসু মার্কেটের সামনে আয়োজিত মহামিছিলে পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি দৃঢ় কন্ঠে বিজেপি সরকারকে তুলোধোনা করেন।

তিনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। দেগঙ্গার মহা মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেগঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুপ বিশ্বাস, জেলা পরিষদের সদস্যা ঊষা দাস, মহিলা নেত্রী শম্পা কাহার, বারাসাত সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রিঙ্কু সাহাজি, রবিউল ইসলাম, লিয়াকত আলী, আব্দুল ওদুদসহ অসংখ্য কর্মীবৃন্দ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ