কলকাতা 

জনসেবার নতুন বিনিয়োগের শুভ সূচনা কলকাতায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি এক সর্বভারতীয় বিকল্প ব্যাঙ্কিং পরিষেবা যা পশ্চিমবাংলায় ২০১৪ সালে কলকাতার পার্ক সার্কাসের ২৫, ব্রাইট স্ট্রিটে তাদের অফিস উদ্বোধনের মাধ্যমে এর পথ চলা শুরু করে। এযাবৎ প্রায় আট বছরের অধিককাল সময় ধরে প্রায় ২৫০০ সদস্যের মাধ্যমে কলকাতা পার্ক সার্কাস, তপসিয়া, দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা, ভাঙ্গড়, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ , রাজারহাট, হাড়োয়া, দেগঙ্গা, হুগলি জেলার জাঙ্গিপাড়ার ফুরফুরা, হাওড়া জেলার ডোমজুড়, মুর্শিদাবাদের খড়গ্রাম ও বীরভূমের রামপুরহাটে ব্যাংকিং-এর কাজ শুরু করেছে।

মানুষের মধ্যে ক্রমবর্ধমান বিকল্প ব্যাংকিং এর চাহিদা বাড়তে থাকলেও প্রায় দু’বছর লকডাউন এর প্রভাবে অগ্রগতিতে কিছুটা ঘাটতি দেখা যায়। এই ঘাটতি কাটিয়ে ওঠার লক্ষ্যে জনসেবার কলকাতা শাখা আগামী চার মাসের মধ্যে এক কোটি টাকার এক মেয়াদী বিনিয়োগ প্রকল্প চালু করেছে। জনসেবার সদস্যদের মধ্যে থেকে একশত সদস্যের নিকট থেকে এক লাখ টাকা করে মেয়াদী বিনিয়োগ সংগ্রহ করা হবে এবং এই মূলধন উন্নয়নশীল ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে জনসেবাকে এক জনকল্যাণমুখী প্লাটফর্মে দাঁড় করাতে হবে।

Advertisement

এই প্রকল্পের সূচনা লগ্নে জনসেবার কলকাতা শাখায় হাজির ছিলেন জনসেবার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আতিকুর রহমান সাহেব (চেন্নাই), তাঁরই হাতে এক লক্ষ টাকা করে প্রদানের মাধ্যমে প্রকল্পের শুভ সূচনা করেন জনাব মুহাম্মাদ শাহ আলম সাহেব ও জনাব জালালউদ্দিন আহমেদ সাহেব। এই প্রকল্পের মাধ্যমে বিনিয়োগকারীরা যেমন উপকৃত হবেন হালাল আয় গ্রহণ করে তেমনি বিনিয়োগকৃত অর্থ সদস্যদের মধ্যে প্রদানের মাধ্যমে তাদের পারিবারিক আয় বাড়ানোর সাথে সাথে তাদের জীবনযাত্রার মান ঊর্ধ্বমুখী করা সম্ভব হবে।

উল্লেখযোগ্য যে জনসেবার কলকাতা শাখা লকডাউন এর কারণে মানুষ ঘরবন্দি হয় পড়ার ফলে ছোট ছোট ব্যবসায়ীরা ঘরে বসে নিজেদের পূঁজি খেয়ে ফেলে। ফলস্বরূপ তাদের সংসার নির্বাহ করা প্রশ্নের মুখে পড়ে। এক্ষেত্রে জনসেবা তার সদস্যদের মধ্যে ২২০ জনকে লভ্যাংশ ছাড়াই তাদের ব্যবসায় পূঁজির যোগান দিয়ে পুনরায় তাদের ব্যবসা শুরু করার সুযোগ করে দিয়েছে। সূচনা অনুষ্ঠানে আতিকুর রহমান সাহেব বলেন, গোটা ভারতবর্ষে বারোটা রাজ্য জুড়ে জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি যে আর্থিক লেনদেন দ্রুত হারে বৃদ্ধি পেতে চলেছে, সেই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে জনসেবার কলকাতা শাখা এগিয়ে উঠার জন্য যে প্রকল্পের সূচনা করেছে তার জন্য সাধুবাদ জানান এবং ইসলামী ব্যাংক বা বিকল্প ব্যাংকিং ব্যবস্থার যে অগ্রগতি শুধু জাতীয় নয় আন্তর্জাতিক স্তরে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, পরবর্তীকালে ভারত সরকার একসময় এই ব্যাংকের স্বীকৃতি দিতে বাধ্য হবে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। জনসেবার পশ্চিমবঙ্গের ডিরেক্টর জনাব শাহ আলম সাহেব শেষে এই বিকল্প যে ব্যাংকিং সিস্টেমে সাধারণ মানুষকে আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান, যাতে সমাজের ধর্মীয় নিয়ম নীতি অনুযায়ী যে সুদ বিবর্জিত ব্যাংকিং ব্যবস্থা আমাদের সমাজে প্রচলন বাড়ে সেটার আশা রেখে এবং মানুষকে বেশি বেশি অংশগ্রহণ করার আবেদন জানিয়ে এই প্রকল্পের শুভসূচনার কাজ সমাপ্ত করেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ