কলকাতা 

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পরিচালনায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল হজ ২০২২

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, কলকাতা : মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র হজযাত্রার শেষ উড়ান শুক্রবার দমদম বিমানবন্দরে এসে পৌঁছালে হজ্ব যাত্রীদের স্বাগত জানায় রাজ্য সরকারের মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সর্ব ধর্মের মানুষের জন্য পরিষেবা প্রদান করছে তার প্রতিফলন প্রতিটি ভোট বাক্সে লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য চলতি বছরের ১৭ ই জুন পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটির তত্ত্বাবধানে বাংলা সহ পার্শ্ববর্তী ছয় রাজ্যের সর্বমোট প্রায় দশ হাজার হাজী সাহেব আরব দেশে পাড়ি জমিয়েছিল।প্রায় চল্লিশ দিনের তীর্থযাত্রা শেষ করে ২৭ শে জুলাই থেকে হাজীদের বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়।আরবীয় এয়ারলাইন্সের মোট ছাব্বিশ টি উড়ানের হাজী সাহেবদের বিদায় ও স্বাগত জানাতে প্রত্যেকদিন রাজ্য সরকারের মন্ত্রী সহ আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে দেখা যায়।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মোঃ গোলাম রব্বানী*ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। পাশাপাশি তিনি বলেন রাজ্য হজ্জ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক সহ দপ্তরের আধিকারিক এবং অত্যন্ত দক্ষ কাজের মানুষ একেএম ফারহাদ থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিক,পৌরসভা, পুলিশ প্রশাসন,সিআইএসএফ, স্বেচ্ছাসেবক সহ যাদের সহযোগিতায় হজ সম্পন্ন হয়েছে প্রত্যেকের অভিবাদন জানান। হজ্ব কমিটির চেয়ারম্যান *নাদিমুল হক* বলেন এবছর সকলের সহযোগিতায় যেভাবে হজ্ব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার প্রশংসা সকলের প্রাপ্য। দীর্ঘ হজ্ব অপারেশনে প্রত্যেক দিন যাকে হাজীদের সেবায় নিয়োজিত থাকতে দেখা গেছে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ কে। ফারহাদ বলেন বাংলার মা-মাটি-মানুষের সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্ব ধর্মের মানুষের মেলবন্ধনে বৈচিত্র্যময় কর্মসূচি পালন করে আসছে তার ফলেই সমাজের সর্বস্তরে সৃষ্টিশীল কাজের উল্লেখ পাওয়া যাচ্ছে। পাশাপাশি একেএম ফারহাদ ধন্যবাদ জ্ঞাপন করেন হজ্ব অপারেশনের সমস্ত অংশগ্রহণকারী আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি,ডাক্তার, নার্স,সিআইএসএফ জওয়ান, কো অর্ডিনেটর, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে পৌর সংস্থার কর্মীদের। হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি জানায় পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটির নেতৃত্বে সকলের প্রচেষ্টায় সুষ্ঠ পরিবেশে হজ্ব অপারেশন সম্পন্ন হয়। বিশেষ ভাবে উল্লেখ করা যায় রাজ্য সরকারের পালা বদলের পর থেকেই হজের প্রথম উড়ানের হাজীদের স্বাগত জানাতে উপস্থিত থাকেন অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম,ব্যতিক্রম হয়নি এবারও। উক্ত দপ্তরের প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, চেয়ারম্যান নাজিমুল হক সমাজসেবী একেএম ফারহাদ, বিশেষ সচিব শাকিল আহমেদ সহ সকলের প্রচেষ্টায় হজ সম্পন্ন হয়েছে।

পবিত্র জুম্মার হজ্বের শেষ উড়ানের হাজীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী মহাশয়, হজ্জ কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, কার্য নির্বাহী আধিকারিক মোঃ নাকি, অন্যতম সদস্য ফজলুর রহমান, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ, আধিকারিক ইকবাল নাইয়ার, আয়ুব আলী, আবুল হোসেন, সহ অন্যান্যরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ